• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আহত কর্মীদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক আগস্ট ৭, ২০১৮, ০৮:২২ পিএম
আহত কর্মীদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

ঢাকা: রাজধানীর ধানমণ্ডির জিগাতলায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দুর্বৃত্তদের হামলায় দলের আহত কর্মীদের দেখতে চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (৭ আগস্ট) বিকেলে আগারগাঁওয়ের  চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে যান তিনি।

হাসপাতালে দুর্বৃত্তদের হামলায় এক চোখ বিকল হয়ে যাওয়া সেচ্ছাসেবক লীগের নেতা আরাফাতুল ইসলাম বাপ্পিসহ চারজনের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। এসময় তাদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী কর্মীদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা করতে হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনে তাদের বিদেশে পাঠাতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এ সময় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. রুহুল হক, দলের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম ও ডা. হাবিবে মিল্লাত উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, শনিবার (৪ আগস্ট) নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচি চলাকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে হামলা’ সংঘর্ষ-ধাওয়া পাল্টা ধাওয়ায় ১৭ জন নেতাকর্মী আহত হন।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!