• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আড়াই বছর পর শিরোপা হাতে শারাপোভা


ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৫, ২০১৭, ০৮:৩৩ পিএম
আড়াই বছর পর শিরোপা হাতে শারাপোভা

ফাইল ফটো

ঢাকা: গত এপ্রিলেই নিষেধাজ্ঞা কাটিয়ে কোর্টে ফিরেছেন মারিয়া শারাপোভা। এর মধ্যে বেশ কয়েকটি টুর্নামেন্টে খেলেছেন। কিন্তু নামের প্রতি সুবিচার করতে পারেননি। তবে কি হারিয়েই গেলেন রুশ টেনিস সুন্দরী?

প্রশ্নটা যখন উঠতে শুরু করেছে ঠিক সে সময়ই জ্বলে উঠলেন শারাপোভা। আড়াই বছর পর পেলেন ভুলে যাওয়া শিরোপার স্বাদ।

রোববার (১৫ অক্টোবর) জিয়ানজিন ওপেনের শিরোপা শারাপোভা জিতেছেন বেলারুশের আরিয়ানা সাবালেঙ্কাকে হারিয়ে। ৩০ বছর বয়সী রুশ সুন্দরী সবশেষ শিরোপা জিতেছিলেন ২০১৫ সালের মে মাসে, ইতালিয়ান ওপেনে।

এর পর দীর্ঘ বিরতি দিয়ে আবার শিরোপা জিতলেন শারাপোভা। এটি তাঁর ক্যারিয়ারে ৩৬তম ট্রফি।

এদিন খুব সহজে জয় আসেনি শারাপোভার। ম্যাচের শুরু থেকেই যে দারুন প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন বেলারুশের বছর উনিশের সাবালেঙ্কা। শেষ অবধি দুই ঘন্টা পাঁচ মিনিটের লড়াই শেষে হাসি ফুটেছে শারাপোভার মুখেই। জয়টা পেয়েছেন ৭-৫, ৭-৬ (১০-৮) গেমে।

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!