• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত


নারায়ণগঞ্জ প্রতিনিধি নভেম্বর ২৯, ২০১৬, ০৬:৫৯ পিএম
আড়াইহাজারে গণপিটুনিতে ডাকাত নিহত

নারায়ণগঞ্জ : জেলার আড়াইহাজার উপজেলায় গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের কল্যান্দী গ্রামে এই ঘটনা ঘটে। নিহতের নাম মোমেন মিয়া (৪২)। সে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের সিদ্দিক মিয়ার ছেলে।

এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন জানান, মঙ্গলবার ভোর ৪টায় উপজেলার কল্যান্দী গ্রামের প্রবাসী ফালান মিয়ার বাড়িতে ১৫/২০ জনের মুখোশ পরিহিত ডাকাত দল হানা দেয়। ডাকাতদল প্রথমে অস্ত্রের মুখে সকলকে জিম্মি করে ফেলে। এরপর ঘরে থাকা নগদ ৪ লাখ টাকা, ৫ ভরি স্বর্ণালংকার লুট করে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় তাদের চিৎকারে আশেপাশের শত শত লোক বের হয়ে কল্যান্দীতে একটি বড় খোলা মাঠে ডাকাতদের ঘিরে ফেলে। তখন সবাই পালিয়ে গেলেও গণপিটুনিতে মোমেন মিয়া নিহত হয়।

পরে সকালে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

এদিকে সোমবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের আগুয়ানদী গ্রামে সুলতানের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতদল ওই গ্রামের সুলতানের বাড়ি থেকে নগদ ১১ হাজার টাকা ও ৩ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!