• ঢাকা
  • মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইঁদুরের উৎপাতে দপ্তর ছাড়লেন প্রেসিডেন্ট!


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ২৩, ২০১৭, ০৩:৫৬ পিএম
ইঁদুরের উৎপাতে দপ্তর ছাড়লেন প্রেসিডেন্ট!

নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি

ঢাকা: ইঁদুরের উৎপাতে সরকারি অফিস ছাড়তে হয়েছে নাইজেরিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারিকে। ফলে আগামী ৩ মাস বাসভবনে বসে দাপ্তরিক কাজ করতে হবে তাকে। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি অনলাইনের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

বাসায় বসে প্রেসিডেন্টের অফিস করার বিষয়ে ব্যাখ্যা দিয়ে নাইজেরিয়া সরকারের মুখপাত্র গারবা শিহু বলেন, প্রেসিডেন্টের অনুপস্থিতিকালে তার সরকারি দপ্তরের আসবাব ও শীতাতপ নিয়ন্ত্রণব্যবস্থা নষ্ট হয়ে গেছে। ইঁদুর এ কাজ করেছে। এখন প্রেসিডেন্টের দপ্তর সংস্কার করতে হবে। 

তিনি বলেন, প্রেসিডেন্টের বাসভবনে পর্যাপ্ত সুযোগ-সুবিধাসম্পন্ন একটি দপ্তর আছে। প্রেসিডেন্ট বুহারি সেখানে বসেই তার সব দাপ্তরিক কাজ যথারীতি চালিয়ে যেতে পারবেন।

প্রায় তিন মাস পরে যুক্তরাজ্য থেকে দেশে ফিরেছেন বুহারি। সেখানে তিনি চিকিৎসা নিচ্ছিলেন। তার স্বাস্থ্য নিয়ে জনমনে ব্যাপক উদ্বেগ রয়েছে। তবে গত শনিবার দেশে ফেরার পর দেয়া প্রথম বক্তৃতায় নিজের স্বাস্থ্য নিয়ে কোনো কথা বলেননি দেশটির জনপ্রিয় এই প্রেসিডেন্ট।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!