• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইঁদুরের পেটে ১০ লাখ লিটার মদ!


আন্তর্জাতিক ডেস্ক মে ৬, ২০১৭, ১১:০৫ এএম
ইঁদুরের পেটে ১০ লাখ লিটার মদ!

ফাইল ছবি

ঢাকা: ইঁদুরের পেটে গেছে ১০ লাখ লিটার মদ। অবিশ্বাস্য মনে হলেও এমনটিই দাবি করেছেন ভারতের বিহারের পুলিশ কর্মকর্তারা। গত বছরে বিহারে মদ বিক্রি নিষিদ্ধ করা হয়। এর পর সে বছরের এপ্রিলে জব্দ করা ১০ লাখ লিটার মদের হিসাব দিতে গিয়ে এমনটাই বলছেন তারা।

তাদের দাবি বোতলের ছিপি নষ্ট করে ভেতরের মদ খেয়েছে ইঁদুরের দল। এছাড়া কিছু বোতল ভেঙেও গেছে। মদ নিষিদ্ধ হয়ে যাওয়ার পর গত বছর রাজ্যে তল্লাশি চালিয়ে বহু মদের বোতল জব্দ করে বিভিন্ন থানায় রাখা হয়েছিল।

জব্দ করা মদের মধ্যে ৫ লাখ ৬৭ হাজার ৮৫৭ লিটার বিদেশি মদ এবং ৩ লাখ ১০ হাজার ৪৯২ লিটার দেশি মদ।

বিভিন্ন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের ইঁদুরের ওপর দায় চাপিয়ে দেয়ার বিষয়টি বিশ্বাস করছেন না শীর্ষ কর্মকর্তারা। জব্দ করা ওই বিপুল পরিমাণ মদের বোতল কালোবাজারে চলে গেছে বলে ধারণা করছেন তারা। এ নিয়ে তদন্তও শুরু হয়েছে।

অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক এসকে সিংঘল সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, পাটনার আইজিকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। ওই রিপোর্ট দেখেই ব্যবস্থা নেয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!