• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইংলিশ মিডিয়াকে ধুয়ে দিলেন শেবাগ


ক্রীড়া ডেস্ক নভেম্বর ২৪, ২০১৬, ১০:৫৩ পিএম
ইংলিশ মিডিয়াকে ধুয়ে দিলেন শেবাগ

ঢাকা : সঠিক সময়ে উপযুক্ত কথা বলতে বিরেন্দ্র শেবাগের জুড়ি মেলা ভার। দুদিন  আগে ভারতের টেস্ট অধিনায়ক বিরাট কোহলির বিরুদ্ধে বল বিকৃতির অভিযোগ এনেছিল ইংল্যান্ডের ট্যাবলয়েড পত্রিকা ডেইলি মেইল। এর প্রতিবাদ কড়া ভাষায় করে শেবাগ বলেছেন,‘ হেরে গেলে নানা রকমের অজুহাত খোঁজার চেষ্টা করে পরাজিত দল। অনেক সমস্যার কথাও বলে। যদিও এক্ষেত্রে ইংল্যান্ড দল কোন প্রসঙ্গ টানার চেষ্টা করেনি। তারা কোন অজুহাতও দাঁড় করায়নি। 

তবে ইংলিশ মিডিয়া করেছে। আমি ইংলিশ মিডিয়া ও সাংবাদিকদের বলবো হারকে মানতে শিখুন। আমরা যখন বিদেশে হেরে যাই অকারণে অজুহাত দাঁড় করি না। খারাপ খেলে হারলে সেটা মেনে নেওয়াই ভালো।’

হোবার্ট টেস্টে মুখের লালা বলের ওপর ঘষে দোষি সাব্যস্ত হয়েছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফ্যাফ ডু প্লেসিস। তার ম্যাচ ফি’র ১০০ শতাংশই জরিমানা করা হয়েছে। শেবাগের মনে হচ্ছে, ডু প্লেসিসের ঘটনা বাড়াবাড়ি পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। 

তার মতে,‘ আমি তো বলবো ডু প্লেসিসের এসব নিয়ে আর ভাবারই দরকার নেই। ও তো কিছুই করেনি। ক্রিকেট ম্যাচ চলাকালে ক্রিকেটাররা মুখে ললিপপ বা চুইংগাম রাখতেই পারে। আবার বলের ওপর থুথু লাগিয়ে উজ্জ্বলতাও বাড়াতে পারে। এতে দোষের কিছু নেই। কেউ তো থুথুর সঙ্গে এমন কিছু মিশিয়ে দিচ্ছে না যাতে বলের বিকৃতি ঘটবে।’

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!