• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ইংলিশ মিডিয়ামে আরোপিত ভ্যাট অবৈধ’


আদালত প্রতিবেদক ডিসেম্বর ১২, ২০১৬, ০২:৩৭ পিএম
‘ইংলিশ মিডিয়ামে আরোপিত ভ্যাট অবৈধ’

ঢাকা: ইংরেজি মাধ্যম স্কুলের টিউশন ফি’র ওপর আরোপ করা সাড়ে সাত শতাংশ ভ্যাট অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

সোমবার (১২ ডিসম্বের) এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও মো.মজিবুর রহমান মিয়ার হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী শাহদীন মালিক।

২০১২ সালে সরকার ৪ দশমিক ৫ শতাংশ করারোপ করে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীদের টিউশনের ওপর। ২০১৫ সালে তা বাড়িয়ে ৭ দশমিক ৫ শতাংশ করা হয়। এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে সানবীম স্কুলের শিক্ষার্থী ফাইজুল ইসলাম ও সানিডেল স্কুলের শিক্ষার্থী সেলিম আজমের অভিভাবকরা ১৬ সেপ্টেম্বর রিট দায়ের করেন।

এ রিটের শুনানি নিয়ে ১৭ সেপ্টেম্বর হাইকোর্ট ভ্যাট আরোপ স্থগিত করে রুল জারি করেন। পরে অবশ্য হাইকোর্টের স্থগিতাদেশ ১৪ অক্টোবর আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করে দেন। এরপর হাইকোর্টের রুলের ওপর শুনানি শেষে সোমবার রায় দেন হাইকোর্ট।

রিটে বিবাদী ছিলেন, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব, শিক্ষাসচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানকে।

পরে আদালত থেকে বেরিয়ে শাহদীণ মালিক বলেন, যেহেতু বাংলামিডিয়ামে শিক্ষার ওপর কর আরোপ নাই। এজন্য ইংরেজি মিডিয়ামে ভ্যাট আরোপ করা ঠিক হবে না। এই মর্মে রিটটি করেছিলাম। রুল দিয়েছিলেন আদালত। শুনানি শেষে আদালত এ রায় দেন।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!