• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইইউ ওয়াইফাই দেবে বিনা মূল্যে


বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক সেপ্টেম্বর ১৭, ২০১৬, ০৫:১৮ পিএম
ইইউ ওয়াইফাই দেবে বিনা মূল্যে

সদস্যরাষ্ট্রের লোকারণ্য এলাকায় আগামী চার বছরের মধ্যে বিনা মূল্যে ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ইইউ নির্বাহী পরিষদের সভাপতি জাঁ ক্লদ জাঙ্কার বার্ষিক বক্তৃতায় নতুন এ কর্মসূচি ঘোষণা করেন।

তার ভাষ্যমতে, ২০২০ সালের মধ্যে ইইউর সদস্যরাষ্ট্রের অন্তত একটি করে শহর ফাইভ-জি মোবাইল নেটওয়ার্কের আওতায় আনা হবে।

তিনি বলেন, ‘আমরা প্রতিটি ইউরোপীয় গ্রাম এবং শহরের জনজীবনের প্রধান কেন্দ্রগুলোকে বিনা মূল্যে তারহীন ইন্টারনেটের আওতায় আনতে চাই।’

‘ওয়াই-ফাই ফর ইইউ (Wifi4EU)’ পরিকল্পনায় এ সুবিধা দেয়া হবে। পার্ক, স্কয়ার, লাইব্রেরি এবং জনগণ ব্যবহার করে এমন সরকারি-বেসরকারি ভবনে এই সুবিধা থাকবে।

তবে যা-ই হোক নতুন এ পরিকল্পনা যুক্তরাজ্যে প্রযোজ্য না-ও হতে পারে, কারণ ২০২০ সালের আগেই তারা ইইউ থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!