• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইইউ ছাড়ল যুক্তরাজ্য


আন্তর্জাতিক ডেস্ক জুন ২৪, ২০১৬, ১২:০৪ পিএম
ইইউ ছাড়ল যুক্তরাজ্য

যুক্তরাজ্য ইউরোপীয় ইউনিয়নে (ইইউ) থাকবে, না ছেড়ে যাবে সে প্রশ্ন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার যে ঐতিহাসিক গণভোট হয়ে গেছে দেশটিতে তার আনুষ্ঠানিক ফল পাওয়া গেছে। ৫২ শতাংশ ভোট ইউরোপ ছেড়ে যাওয়ার পক্ষে পড়ায় জোটের সঙ্গে ৪৩ বছরের পথচলার শেষ হচ্ছে ইংল্যান্ডের।

বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টায় (বিএসটি) ভোট শেষ হওয়ার পর মনে করা হচ্ছিল, ভোটের রায় ব্রিটেনের ইউরোপে থেকে যাওয়া পক্ষের দিকেই যাবে। কিন্তু ফল আসতে শুরু করলে দৃশ্যপটে পরিবর্তন আসে।

বৃহস্পতিবারের ভোটে ভোটারদের সামনে প্রশ্ন রাখা হয়: যুক্তরাজ্যের কি ইউরোপীয় ইউনিয়নের সদস্য থাকা উচিৎ, না কি ছেড়ে যাওয়া উচিত।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!