• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

‘ইইউ পার্লামেন্টের বক্তব্য অভ্যন্তরীণ হস্তক্ষেপের শামিল’


সচিবালয় প্রতিবেদক জুন ১৩, ২০১৬, ০৪:০৯ পিএম
‘ইইউ পার্লামেন্টের বক্তব্য অভ্যন্তরীণ হস্তক্ষেপের শামিল’

বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) পার্লামেন্টের সাম্প্রতি বক্তব্যকে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেন, দেশের পরিস্থিতি নিয়ে তারা বলেছেন, রিয়্যাল ডায়ালগ উইথ রিয়্যাল অপজিশন। আমি মনে করি তাদের এই বক্তব্য আমাদের নির্বাচিত সরকার ও সংসদের প্রতি সন্মানজনক নয়। দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু সোমবার (১৩ জুন) দুপুরে সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

দেশে গুপ্তহত্যা, জঙ্গি হামলা বন্ধে সরকারের পদক্ষেপ তুলে ধরতে তিনি এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন।

হাসানুল হক ইনু বলেন, দেশের পরিস্থিতি নিযে সরকার জঙ্গি ও সন্ত্রাসী দল ছাড়া সবসময প্রকৃত বিরোধী দলের সঙ্গে আলোচনা করে। সংলাপ চালায়।গণতান্ত্রিক শক্তির সঙ্গে আলোচনা করে।কিন্তু সন্ত্রাসী ও জঙ্গিদের পৃষ্ঠপোষকদের সঙ্গে কোনো আলোচনা নয়, বরং তাদের অপকর্মের জন্য প্রযোজন তাদের বিচার ও শাস্তি।

তথ্রমন্ত্রী বলেন, সংলাপ কিংবা আলোচনার নামে সন্ত্রাসী ও জঙ্গিদলকে সরকার রাজনীতিতে হালাল করতে চায় না।

সোনালীনিউজ/ঢাকা/কেএম/জেডআরসি

Wordbridge School
Link copied!