• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউএনও হয়রানির শেষ দেখে নেব


নিজস্ব প্রতিবেদক, রাজশাহী জুলাই ২৪, ২০১৭, ০৯:৫৩ এএম
ইউএনও হয়রানির শেষ দেখে নেব

রাজশাহী: বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিক সালমনকে সুপরিকল্পিতভাবে হয়রানি করা হয়েছে বলে মনে করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

রোববার (২৩ জুলাই) দুপুরে রাজশাহীর মোহনপুর উপজেলায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। এ সময় ঘটনার রহস্য উদঘাটন করে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান মন্ত্রী।

তিনি বলেন, ‘বরিশালে ইউএনও হয়রানিটা কোনোমতেই গ্রহণযোগ্য বিষয় নয়। আমরা এর শেষ দেখে নেব। কারণ, আমার মনে হচ্ছে এটা সুপরিকল্পিতভাবে করা হয়েছে। এর বিচার অবশ্যই হবে। এই মুহূর্তে দলমত বলে কিছু নেই। অন্যায় হয়েছে, এর বিচার হবে। প্রধানমন্ত্রী এ ব্যাপারে দৃঢ়ভাবে সিদ্ধান্ত নেন।’

আগামী নির্বাচনে সব দলের অংশ গ্রহণ করবে কিনা সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘অংশগ্রহণ ব্যাপারে আপনাদের কী কোনো সন্দেহ আছে। আর এই নির্বাচন নিয়ে সবাই উৎসাহী।’

নির্বাচন কমিশনার নিয়ে বিএনপি বিভিন্ন প্রশ্ন করছে এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বিএনপির কাজই প্রশ্ন তোলা।’

আগামী নির্বাচনের প্রসঙ্গ টেনে ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ বলেন, ‘নির্বাচন কমিশনে বিএনপির কোনও ব্যক্তি বসলেও তারা (বিএনপি) তাকে আওয়ামী লীগের লোক দাবি করবে। নির্বাচন কমিশনের নতুন সচিব সরকারি আমলা। তিনি কোনও দলের হতে পারেন না।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরে তিনি উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন। সেখানে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!