• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইউএস প্যাসিফিক এয়ার কমান্ডারের সাথে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ


নিউজ ডেস্ক সেপ্টেম্বর ২৮, ২০১৭, ০৮:১৮ পিএম
ইউএস প্যাসিফিক এয়ার কমান্ডারের সাথে বিমান বাহিনী প্রধানের সাক্ষাৎ

ঢাকা: বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল আবু এসরার যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের জয়েন্ট এয়ার ফোর্স বেস পার্ল হারবার-হিকাম এ ইউএস প্যাসিফিক এয়ার ফোর্সের সদর দপ্তর পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার(২৮ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বিমান বাহিনী প্রধান সেখানে পৌঁছালে একটি চৌকস কন্টিনজেন্ট তাকে গার্ড অব অনার প্রদান করে। সেখানে তিনি ইউএস প্যাসিফিক এয়ার ফোর্স কমান্ডার জেনারেল Terrence J. O’Shaughnessy এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এসময় তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এছাড়াও বিমান বাহিনী প্রধান যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ‘Pacific Air Chiefs Symposium (PACS)’ এ অংশগ্রহণকারী বিভিন্ন দেশের বিমান বাহিনী প্রধানগণের সাথে পেশাগত বিষয়ে মত বিনিময় করেন।

ঊল্লেখ্য, বিমান বাহিনী প্রধান গত ২৫ সেপ্টেম্বর এক সরকারি সফরে যুক্তরাষ্ট্রে যান।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!