• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইউএস-বাংলার দুর্ঘটনা: জাতিসংঘ মহাসচিবের শোক


নিউজ ডেস্ক মার্চ ১৪, ২০১৮, ১১:৫৪ এএম
ইউএস-বাংলার দুর্ঘটনা: জাতিসংঘ মহাসচিবের শোক

ঢাকা: নেপালের কাঠমান্ডুতে বাংলাদেশের ইউএস-বাংলার উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সেই সাথে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৪ মার্চ) বাংলাদেশ সরকারকে একটি বিবৃতি পাঠিয়ে তিনি আশা প্রকাশ করেছেন, ভয়ঙ্কর এ বিপর্যয় কাটিয়ে ওঠার সাহস পরিবারগুলো হারাবে না।

জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের কাছে পাঠানো ওই বিবৃতি বলা হয়, কাঠমন্ডুর ত্রিভুবন বিমানবন্দরে দুর্ঘটনার খবরে তিনি ‘গভীরভাবে মর্মাহত’।

তিনি বলেন, দুর্ঘটনায় যারা নিহত হয়েছেন, তাদের সকলের জন্যে গভীর শোক প্রকাশ করছি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কঠিন এই সময়ে আমরা জাতিসংঘের সকলেই বাংলাদেশের সাথে সমব্যথী।

সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময়  ইউএস-বাংলার ফ্লাইট বিএস২১১ বিধ্বস্ত হলে ৫১ জনের প্রাণহানি ঘটে। নিহতদের মধ্যে ওই ফ্লাইটের পাইলট, ক্রুসহ ২৮ জন ছিলেন বাংলাদেশি।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!