• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইউএস বাংলার বহরে নতুন এয়ারক্রাফট


নিজস্ব প্রতিবেদক  অক্টোবর ১১, ২০১৬, ১০:৫১ পিএম
ইউএস বাংলার বহরে নতুন এয়ারক্রাফট

ইউএস বাংলা এয়ারলাইনসের বহরে নতুন এয়ারক্রাফট আনুষ্ঠানিকভাবে যুক্ত হলো। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটটি। 

বিমান সংস্থাটির মহাব্যবস্থাপক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বলেন, ১৫৮ আসন বিশিষ্ট এই বোয়িং বিমান বহরে যুক্ত হওয়ায় অধিক আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা দ্রুততম সময়ে বাস্তবায়ন করা সহজ হবে।”

অভ্যন্তরীণ এয়ারলাইন্স গুলোর মধ্যে ইউএস-বাংলা অদূর ভবিষ্যতে এশিয়ার শ্রেষ্ট এয়ারলাইন্স এর স্বীকৃতি অর্জনই করবে এটাই হবে পরবর্তী লক্ষ্য। যা বাংলাদেশের এভিয়েশন শিল্পের সুনাম অর্জনে ভূমিকা রাখবে বলেও মন্তব্য করেন তিনি।

এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, নতুন যুক্ত হওয়া বোয়িং ৭৩৭-৮০০ সহ বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বহরে চারটি এয়ারক্রাফট রয়েছে। নতুন যুক্ত হওয়া বোয়িং এ ৮টি বিজনেস ক্লাস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি ক্লাসসহ মোট ১৫৮টি আসন ব্যবস্থা রয়েছে। বর্তমানে ৭৬ আসনবিশিষ্ট তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফটে রয়েছে।

“ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ” স্লোগান নিয়ে যাত্রা শুরু করা ইউএস-বাংলা এয়ারলাইন্স, আন্তর্জাতিক রুট বাড়ানোর জন্য এ মাসের শেষ সপ্তাহে এবং চলতি বছরের ডিসেম্বরে মধ্যে আরো দুইটি নতুন বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট বিমান বহরে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। নতুন এয়ারক্রাফটগুলির বিশেষত হচ্ছে যাত্রীদের সুবিধার্থে প্রতিটি এয়ারক্রাফটেই চারটি করে ল্যাভাটরী রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফটগুলি দিয়ে কলকাতা, কুয়ালা লামপুর, ব্যাংকক, সিঙ্গাপুর, মাস্কাট, দোহা, গুয়াংজুসহ বিভিন্ন রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া শীঘ্রই ঢাকা-পারো-ঢাকা রুটে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ইউএস-বাংলা’র যাত্রা শুরুর দুই বছরের মধ্যে ঢাকা-কাঠমুন্ডু রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে আন্তর্জাতিক রুটে অভিষেক ঘটে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স, বাংলাদেশের অন্যতম বেসরকারী বিমান সংস্থা। ১৭ জুলাই ২০১৪ তারিখে দ্রুতগতি সম্পন্ন দু’টি ড্যাশ ৮-কিউ৪০০ এয়ারক্রাফট দিয়ে ইউএস-বাংলা ঢাকা থেকে যশোরে উদ্বোধনী ফ্লাইট পরিচালনার মাধ্যমে যাত্রা শুরু করে।

গত দুই বছরের অধিক সময়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স আঞ্চলিক রুট ঢাকা-কাঠমুন্ডু-ঢাকা সহ অভ্যন্তরীন বিভিন্ন গন্তব্যে প্রায় ১৬ হাজারের অধিক ফ্লাইট অত্যন্ত সফলভাবে পরিচালনা করেছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!