• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউএস বাংলার বিমানে মিলল ৪০ স্বর্ণবার


নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৪, ২০১৭, ০৮:৪৭ পিএম
ইউএস বাংলার বিমানে মিলল ৪০ স্বর্ণবার

ঢাকা: শুল্ক গোয়েন্দা বিভাগের লোকজন ইউএস বাংলার কলকাতা থেকে আসা বিএস২০২ ফ্লাইটে সিটের নিচে লুকায়িত অবস্থায় ৪০টি স্বর্ণবার উদ্ধার করেছে। ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেলা আড়াইটার দিকে অবতরণ করে। 

গোপন সংবাদের ভিত্তিতে রোববার(২৪ সেপ্টেম্বর) শুল্ক গোয়েন্দারা ফ্লাইটটি অবতরণের পূর্বেই বিশেষ নজরদারি বজায় রাখে। পরবর্তীতে বিমানটি অবতরণের পরে তল্লাশি চালিয়ে বিমানের ৮এফ সিটের নিচ থেকে ৪০ টি স্বর্ণবার উদ্ধার করে।

প্রসঙ্গত, বিমানটি বেলা ১১টায় ঢাকা থেকে কলকাতা গিয়ে পুণরায় আড়াইটার সময়ে ঢাকায় ফিরে আসে। উদ্ধারকালে, স্বর্ণবারগুলো হলুদ রঙের স্কচটেপ মুড়িয়ে কালো রঙের প্যাকেটের ভিতরে দেখা যায়।

স্বর্ণবারগুলোর প্রতিটির ওজন ১০ তোলা ও মোট ওজন ৪.৬ কেজি। যার আনুমানিক বাজার মুল্য আড়াই কোটি টাকা বলে জানা গিয়েছে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সোনালীনিউজ/ঢাকা/আতা

Wordbridge School
Link copied!