• ঢাকা
  • মঙ্গলবার, ১৯ মার্চ, ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইউটিউবে তনিমার ‘মনের দোসর’


বিনোদন প্রতিবেদক আগস্ট ২০, ২০১৭, ০৬:১৯ পিএম
ইউটিউবে তনিমার ‘মনের দোসর’

তনিমা হাদী

ঢাকা: কিংবদন্তি কণ্ঠশিল্পী সৈয়দ আব্দুল হাদীর কন্যা তনিমা হাদীর অভিষেক অ্যালবাম প্রকাশ হয় কিছুদিন আগে। আইয়ুব বাচ্চুর কথা-সুর-সংগীতে ‘এই কি জীবন’-এর গানগুলো তৈরি করা হয়েছিলো ২০০২ সালে। এবার এই শিল্পী এসেছেন সদ্য তৈরি করা নতুন গান-ভিডিও নিয়ে। ঈদ উপলক্ষে ইউটিউবে প্রকাশ হলো তনিমা হাদীর সিঙ্গেল ‘মনের দোসর’।  

‘মনের দোসর যদি না হও তুমি/প্রাণের দোসর হওগো আমার/জীবনের প্রতি বাঁকে এলে গো যদি/আমাতে জরিয়ে যেতে এসোনা আবার’ এমন কথার গানটি লিখেছেন ও সুর করেছেন আল আমিন, সংগীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন। রবিবার (২০ আগস্ট) ‘মনের দোসর’ প্রকাশ করা হয়েছে বাংলা ঢোলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

মডেল শিবলী নোমান ও সুস্মিতা সিনহা

নতুন গান নিয়ে তনিমা বলেন, ‘এটি এ সময়ের গান, খুব যত্ন নিযে তৈরি করা হয়েছে। গান শুনলে ও ভিডিও দেখলে সবাই বুঝতে পারবেন। আশা করছি আমার অ্যালবামের মতো নতুন গানটিও শ্রোতারা সাদরে গ্রহণ করবেন।’

বাংলা ঢোলের উদ্যোগে তার নতুন গানটির ভিডিও তৈরি করেছেন শাহরিয়ার পলক। এতে মডেল হয়েছেন শিবলী নোমান ও সুস্মিতা সিনহা।

‘মনের দোসর’গানের ভিডিও লিংক:

সোনালীনিউজ/বিএইচ

Wordbridge School
Link copied!