• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

‘ইউনেস্কোর আপত্তি প্রত্যাহারে বাংলাদেশের পাশে ১২ দেশ’


নিজস্ব প্রতিবেদক জুলাই ৯, ২০১৭, ১০:০৪ পিএম
‘ইউনেস্কোর আপত্তি প্রত্যাহারে বাংলাদেশের পাশে ১২ দেশ’

প্রতীকী ছবি

ঢাকা: প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী বলেছেন, রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের বিষয়ে ইউনেস্কোর আপত্তি প্রত্যাহারের ক্ষেত্রে তুরস্ক ও ফিনল্যান্ডসহ ১২টি দেশ বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে। এর আগেই এ বিষয়ে জাতিসংঘের অঙ্গ সংস্থাটিকে সাফল্যের সঙ্গে বোঝাতে সক্ষম হয়েছে ঢাকা।  

রোববার (৯ জুলাই) রাজধানীর বিদ্যুৎ ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী বলেন, বাংলাদেশের পক্ষে ওই ১২টি দেশ কথা বলায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটিকে রামপাল বিদ্যুৎ কেন্দ্র সম্পর্কিত অভিযোগ প্রত্যাহার করতে অনুপ্রাণিত করেছে।

তিনি বলেন, এ সপ্তাহের প্রথমদিকে পোল্যান্ডের ক্রাকোতে অনুষ্ঠিত ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪১তম অধিবেশনে বাংলাদেশের এ বিষয়টি তুলে ধরে তুরস্ক। সেখানে ওই দেশগুলো বাংলাদেশ-ভারতের যৌথ উদ্যোগে রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের স্বপক্ষে অবস্থান নেয়।

বাংলাদেশ ওই অধিবেশনে পর্যবেক্ষক হিসেবে যোগ দেয়।

তিনি বলেন, ইউনেস্কো কমিটি প্রকল্পের কাজ শুরু করার আগে সুন্দরবনসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ‘কৌশলগত পরিবেশ সমীক্ষা’ (এসইএ) পরিচালনার জন্য বাংলাদেশকে অনুরোধ করেছে, আমরা এতে সম্মত হয়েছি। ’

প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা বলেন, ইউনেস্কোর আপত্তি প্রত্যাহারের মাধ্যমে রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে আন্তর্জাতিক বিতর্কের অবসান ঘটেছে।

তিনি বলেন, ইতিপূর্বে রামপাল বিদ্যুৎ প্রকল্পের ব্যাপারে বাংলাদেশ ইউনেস্কোকে বিস্তারিতভাবে অবহিত করেছে।

ড. তৌফিক-ই-এলাহি চৌধুরী বলেন, ‘জাতিসংঘের সর্বোচ্চ পরিবেশবিষয়ক সম্মাননা- চ্যাম্পিয়ন্স অব দ্য আর্থ-সহ আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈশ্বিক ভাবমূর্তি প্রকল্পটি চালিয়ে যাওয়ার লক্ষ্যে ইউনেস্কোর আস্থা অর্জনে বাংলাদেশকে সহায়তা করেছে।

তিনি বলেন, সুন্দরবন আমাদের প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করে, তার ক্ষতি হয় এমন কিছু আমরা করবো না।

সংবাদ সম্মেলনে এসময় অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, বিদ্যুৎ, জ্বালানি সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বিদ্যুৎ বিভাগের সচিব ড. আহমেদ কায়কায়ুস, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী খালেদ মাহমুদ, পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হোসেন প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!