• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইউনেস্কোর দেয়া শর্ত সরকার পূরণ করবে: সেতুমন্ত্রী


যশোর প্রতিনিধি জুলাই ৯, ২০১৭, ১১:৪০ এএম
ইউনেস্কোর দেয়া শর্ত সরকার পূরণ করবে: সেতুমন্ত্রী

যশোর: রামপাল বিষয়ে ইউনেস্কো কিছু শর্ত দিয়েছে, সরকার সেগুলো পূরণ করবে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন- ‘রামপাল বিষয়ে সরকার কোন মিথ্যাচার করছে না। ইউনেস্কো কিছু ছোট ছোট শর্ত দিয়েছে। দেশ, জনগণ ও পরিবেশের স্বার্থে সরকার সেগুলো পূরণ করবে’।

রোববার (৯ জুলাই) সকালে দলের খুলনা বিভাগীয় সমাবেশে যাওয়ার আগে যশোরের রাজারহাট মোড়ে সাংবাদিকদের সামনে তিনি এসব কথা বলেন।

সেতুমন্ত্রী বলেন- ‘বিএনপির অভ্যাসই হলো মিথ্যাচার ও কান্নাকাটি করা। তারা পুরনো সেই রেকর্ড বাজিয়েই চলেছে। আওয়ামী লীগ মিথ্যাচারের রাজনীতি করে না। যা প্রকাশ্য দিবালোকের মতো সত্য, সেই কথাটিই আমরা বলছি।’

সড়ক নির্মাণে দুর্নীতির বিষয়ে মন্ত্রী বলেন, ‘করাপশান ইজ অ্যা ওয়ে অব লাইফ অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড! দুর্নীতি ছিল, কিন্তু অনেক কমিয়েছি।’

বিএনপির আন্দোলনের বিষয়ে তিনি বলেন, ‘তারা বসে বসে প্রেস ব্রিফিং করে আর কান্নাকাটি করে, তাদের কর্মীদের জন্যে কষ্ট হয় বলে। কিন্তু তারা তো আমাদের হাজার হাজার কর্মীকে হত্যা করে রক্ত স্রোত বইয়ে দিয়েছে। আমাদের কাঁদতে কাঁদতে এখন চোখের পানি শুকিয়ে গেছে।’


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!