• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

‘ইউপি নির্বাচন ছিল ভৌতিক’


নিজস্ব প্রতিবেদক জুন ১৬, ২০১৬, ০৩:০২ পিএম
‘ইউপি নির্বাচন ছিল ভৌতিক’

ছয় ধাপে অনুষ্ঠিত হওয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে ‘ভৌতিক নির্বাচন’ বলে মন্তব্য করে লেখক, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেছেন, ‘এ নির্বাচনে মৃতরা ভোট দিয়েছে, জীবিতরা নয়।’

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত ‘ইউনিয়ন পরিষদ নির্বাচন ২০১৬ এর একটি সার্বিক প্রতিবেদন’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

আবুল মকসুদ বলেন, ‘এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সরকারি দল সাময়িকভাবে লাভবান হয়েছে। এতে যা হয়েছে তার জন্য ভবিষ্যতে নির্বাচন কমিশনকে জাতির কাছে জবাবদিহি করতে হবে।’

সুজনের সমন্বয়ক দিলিপ কুমার সরকার বলেন, ‘এখন রাজনীতিতে ভোগের চর্চা শুরু হয়েছে। সব বড় দলগুলো অসৎ লোকদের আখড়ায় পরিণত হয়েছে। তাদের দাপটে সৎ ও যোগ্য লোকজন কোনো কথাই বলতে পারছে না।’

তিনি বলেন, ‘ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচন কমিশন তাদের ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা ক্ষমতাসীন দলের লোকদের ওপর কোনো প্রভাব বিস্তার করতে পারেনি। তারা বলেছে সরকারি দলের লোক আমাদের কথা শুনে না। এটা তাদের মেরুদণ্ডহীনতার প্রমাণ বহন করে।’

সংবাদ সম্মেলনে ছিলেন, সুজনের নির্বাহী সদস্য মোহাম্মাদ জাহাঙ্গীর, প্রকৌশলী মুসবাহ আলীম প্রমুখ।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!