• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা


খাগড়াছড়ি প্রতিনিধি জুলাই ১২, ২০১৮, ১০:২৮ পিএম
ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি: জেলায় জ্ঞানেন্দু চাকমা (৪০) নামে ইউপিডিএফের (প্রসীত বিকাশ গ্রুপ) এক কর্মীকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের আলুটিলা পর্যটন এলাকায় এ ঘটনা ঘটে।

জ্ঞানেন্দু চাকমা মহালছড়ি উপজেলার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে ইউপিডিএফের কালেক্টর হিসেবে কাজ করতেন বলে জানা গেছে।

এদিকে এ হত্যাকাণ্ডের জন্য পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস (এমএন লারমা) গ্রুপকে দায়ী করেছে ইউপিডিএফের কেন্দ্রীয় সংগঠক মাইকেল চাকমা।

অন্যদিকে এ হত্যাকাণ্ডে নিজেদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস (এমএন লারমা) গ্রুপের তথ্য ও প্রচার সম্পাদক সুধাকর ত্রিপুরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাগড়াছড়ি সদর থানার ওসি মো. সাহাদাত হোসেন টিটো বলেন, জ্ঞানেন্দু চাকমার শরীরে গুলি ও ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থল থেকে একটি গুলির খোসাসহ এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!