• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইকবাল সোবহানের বিরুদ্ধে আরও দুই মামলা


আদালত প্রতিবেদক জানুয়ারি ৩১, ২০১৭, ০৫:৪৬ পিএম
ইকবাল সোবহানের বিরুদ্ধে আরও দুই মামলা

ঢাকা: ফেনীর পর এবার ঢাকার আদালতে ২টি মামলা করা হয়েছে প্রধানমন্ত্রীর তথ্যবিষয়ক উপদেষ্টা ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক  ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজশাহী-৪ আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক ঢাকার মহানগর হাকিম সরাফত জামান আনসারীর আদালত এবং ঢাকার পঞ্চম যুগ্ম জেলা জজ মনোয়ারা বেগমের আদালতে এ মামলা দুটি করেন। ইকবাল সোবহানের সঙ্গে একই পত্রিকার সাংবাদিক মামুনুর রশিদকেও মামলায় আসামি করা হয়েছে।

জানা যায়, প্রথম মামলাটিতে ১শ’ কোটি টাকার ক্ষতিপূরণ ও  আরেকটিতে মানহানির অভিযোগ আনা হয়েছে।

দ্য ডেইলি অবজারভার পত্রিকায় গত ২৩ জানুয়ারি ‘পুলিশ এওয়েট পিএম অর্ডার টু ক্র্যাকডাউন অন ড্রাগ লর্ডস’ শিরোনামে একটি সংবাদ ছাপা হয়। এতে ইঞ্জিনিয়ার এনামুল হকের নাম জড়িয়ে অনেক বাজে কথা বলা হয়। এ সংবাদ প্রকাশের পর বাদীর ১শ’ কোটি টাকার মানহানি ও ক্ষতি হয়েছে বলে আদালতে মামলা করা হয়েছে। জানান বাদীর আইনজীবী মোহাম্মদ মুনির হোসেন চৌধুরী।

এর আগে ফেনীর আদালতে ইকবাল সোবহান চৌধুরীর বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেন ফেনী-২ আসনের এমপি নিজাম উদ্দিন হাজারী।

সোনালীনিউজ/ঢাকা/জেডআরসি

Wordbridge School
Link copied!