• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইকার্দি বাদ পড়ায় অবাক আর্জেন্টাইন সমর্থকেরা


ক্রীড়া ডেস্ক মে ২২, ২০১৮, ০১:৩৪ পিএম
ইকার্দি বাদ পড়ায় অবাক আর্জেন্টাইন সমর্থকেরা

ঢাকা: বিশ্বকাপের ২৩ জনের দল দিয়ে দিল দু’বারের বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, পাওলো দিবালা এবং গঞ্জালো হিগুয়েইন থাকলেও বাদ পড়েছেন মাউরো ইকার্দি। অথচ তিনি এবারের মৌসুমে সিরি-‘এ’তে যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন। ইকার্দি বাদ পড়ায় আর্জেন্টাইন সমর্থকেরাসহ অনেকেই অবাক হয়েছেন।

আগুয়েরো ছাড়া ম্যানচেস্টার সিটিতে তাঁর সতীর্থ নিকোলাস ওটামেন্ডিসহ পাঁচ জন প্রিমিয়ার লিগের ফুটবলার দলে আছেন। ওয়েস্ট হ্যামের ম্যানুয়েল লানঝিনি, ম্যানচেস্টার ইউনাইটেডের সার্জিও রোমেরো, মার্কোস রোখো এবং চেলসির উইলি কাবালেরো এই দলে আছেন।

কোচ হর্হে সাম্পাওলির প্রাথমিক তালিকায় নাম থাকলেও এভার্টনের ডিফেন্ডার রামিরো ফিউনেস মোরি বাদ পড়েছেন ২৩ জনের দল থেকে। চোটের সমস্যায় ভোগায় গত মৌসুমে তিনি মাত্র চার বার প্রথম দলে নামতে পেরেছিলেন। আর্জেন্টিনা বিশ্বকাপে অভিযান শুরু করবে ১৬ জুন আইসল্যান্ডের বিরুদ্ধে। এ ছাড়া গ্রুপ ‘ডি’তে ক্রোয়েশিয়া এবং নাইজিরিয়ার বিরুদ্ধেও খেলতে হবে তাদের।

বিশ্বকাপে আর্জেন্টিনা দল-

গোলরক্ষক: সের্জিও রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), উইলি কাবালেরো (চেলসি), ফ্রাঙ্কো আরমানি (রিভার প্লেট)।

ডিফেন্ডার: গ্যাব্রিয়েল মার্কাডো (সেভিয়া), ফেডেরিকো ফাজিও (রোমা), নিকোলাস ওটামেন্ডি (ম্যান সিটি), মার্কোস রোখো (ম্যান ইউনাইটেড), নিকোলাস
টাগলাফিকো (আয়াক্স), জাভিয়ের মাসচেরানো (হেবেই ফরচুন), মার্কোস আকুনা (স্পোর্টিং লিসবন), ক্রিশ্চিয়া আনসাল্ডি (তোরিনো)।

মিডফিল্ডার: এভার বানেগা (সেভিয়া), লুকাস বিগলিয়া (এসি মিলান), অ্যাঙ্গেল ডি মারিয়া, জিওভান্নি লো সেলসো (পিএসজি), ম্যানুয়েল লানঝিনি (ওয়েস্ট হ্যাম), ক্রিশ্চিয়ান পাভন (বোকা জুনিয়র্স), ম্যাক্সিমিলিয়ানো মেজা (ইন্ডিপেন্ডিয়েতে), এডুয়ার্ডো সালভিও (বেনফিকা)।

ফরোয়ার্ড: লিওনেল মেসি (বার্সেলোনা), গঞ্জালো হিগুয়েইন, পাওলো দিবালা (জুভেন্টাস), সার্জিও আগুয়েরো (ম্যান সিটি)।

সোনালীনিউজ/আরআইবি/এমটিআই

Wordbridge School
Link copied!