• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইকোপার্কে কুমিরের থাবায় প্রাণ গেল পর্যটকের


বরগুনা প্রতিনিধি মার্চ ২৫, ২০১৭, ০৪:৫২ পিএম
ইকোপার্কে কুমিরের থাবায় প্রাণ গেল পর্যটকের

বরগুনা: জেলার তালতলীর সোনাকাটা ইকোপার্কে বেড়াতে গিয়ে কুমিরের থাবায় প্রাণ গেল রনি (২৯) নামের এক পর্যটকের। শনিবার (২৫ মার্চ) দুপুরে ইকোপার্কের কুমির প্রজনন কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত রনি পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা। তার বাবার নাম গোলাম মোস্তফা। রনি বিদেশ থেকে এমবিএ শেষ করে দেশে এসেছে মাত্র।

রনির সঙ্গে থাকা বন্ধুরা জানায়, রনি উৎসাহী হয়ে খাঁচার ভিতরে ঢুকে কুমিরটিকে লাঠি দিয়ে খোঁচা দেয়। তখন কুমিরটি থাবা দিয়ে ধরে তাকে নিয়ে পুকুরে নেমে যায়। এরপর অন্যান্য কুমির ছুটে এসে ছেলেটিকে মেরে ফেলে। এরপর বেশ কয়েকটি কুমির মিলে তার দেহের কিছু অংশ খেয়ে ফেলে।

এ বিষয়ে তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেশ চন্দ্র হালদার বলেন, জেলা প্রশাসন, পুলিশ, বন বিভাগ, স্থানীয় জনতা যৌথ অভিযান চালিয়ে নিহতের শরীরের অবশিষ্ট অংশ উদ্ধার করা হয়।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!