• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইডেন ছাত্রীরদের শ্লীলতাহানি: আটকদের কারাগারে প্রেরণ


নিজস্ব প্রতিবেদক মার্চ ২৫, ২০১৮, ০৫:৩১ পিএম
ইডেন ছাত্রীরদের শ্লীলতাহানি: আটকদের কারাগারে প্রেরণ

ঢাকা: ইডেন মহিলা কলেজের চার শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে বলাকা মার্কেটের একটি কাপড়ের দোকানের চার কর্মচারীর রিমান্ড নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার (২৫ মার্চ) ঢাকা মহানগর হাকিম এ এইচ এম তোহার আদালত এ আদেশ দেন।

রোববার মামলার সুষ্ঠু তদন্তের জন্য আটক আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে আসামিদের আইনজীবী জামিন আবেদন করেন। আদালত উভয়পক্ষের শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এছাড়া মামলার আইও’কে একদিনের জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন।

নিউ মার্কেট থানার এসআই আলমগীর মজুমদার জানান, শুক্রবার (২৩ মার্চ) ইডেনের চার ছাত্রী বলাকা মার্কেটে কেনাকাটা করতে যান। তাদের সঙ্গে এক ছাত্রীর মা ও খালা ছিলেন। কেনাকাটার একপর্যায়ের শাহনুর ফেব্রিক্স ও পাশের দোকানের কর্মচারীরা ওই ছাত্রীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও যৌন হয়রানি করেন।

ওই শিক্ষার্থীদের একজন শনিবার (২৪ মার্চ) নিউ মার্কেট থানায় মামলা দায়ের করলে পুলিশ দোকানে গিয়ে কর্মচারী আবুল হোসেন, নয়ন, আল-আমিন ও নজরুল ইসলামকে গ্রেপ্তার করে।

পরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানান তিনি।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!