• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইতালিতে মোটরওয়ে সেতু ধসে নিহত ১১


আন্তর্জাতিক ডেস্ক আগস্ট ১৪, ২০১৮, ০৭:২৮ পিএম
ইতালিতে মোটরওয়ে সেতু ধসে নিহত ১১

ঢাকা: ইতালিতে সেতু ধসে কমপক্ষে ১১ জন নিহত হয়েছে। দেশটির জেনোভা শহরের পার্শ্ববর্তী একটি মোটরওয়ে সেতু ধসে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

আন্তর্জাতিক সময় মঙ্গলবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ভারী বৃষ্টিপাতের সময় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। একটি ভিডিও ফুটেজে দেখে মনে হচ্ছে, খারাপ আবহাওয়ার কারণে সেতুটির একটি অংশ ধসে পড়ে।

একজন প্রত্যক্ষদর্শী ইতালিয়ান পাবলিক টেলিভিশনকে বলেছেন, ধসে পড়ার সময় সেতুর ওপর অনেকগুলো যানবাহন ছিল। ধসে পড়া অংশটি কয়েক ডজন মিটারের মতো লম্বা।

স্থানীয় সরকারি কর্মকর্তারা এএফপিকে জানিয়েছেন, সেতুর ধসে পড়া অংশটি নিচের রেললাইনের ওপর পড়ে। এসময় সেতুর ওপরে থাকা যানবাহনগুলোও পড়ে যায়।

স্থানীয় ইমারজেন্সি সার্ভিসের পোস্ট করা একটা ছবিতে দেখা যাচ্ছে, সেতু এবং এর ধসে পড়া অংশের সংযোগস্থলে একটি ট্রাক আছে। উদ্ধারকর্মীরা ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেছে বলেও উল্লেখ করা হয়েছে এই পোস্টে।

উল্লেখ্য, সেতুটি ১৯৬০ সালে নির্মিত। এটি ‘মোর‌্যান্দি সেতু’ নামে পরিচিত।  শহরটির এই অংশকে ঘন জনবসতিপূর্ণ বলে জানিয়েছে ইতালিয়ান গণমাধ্যম লা রিপাবলিকা।

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!