• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইতিহাস গড়লেন হিলারি ক্লিনটন


আন্তর্জাতিক ডেস্ক জুলাই ২৭, ২০১৬, ১০:৪২ এএম
ইতিহাস গড়লেন হিলারি ক্লিনটন

যুক্তরাষ্ট্রের আসন্ন জাতীয় নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাটিক দলের মনোনয়ন পেলেন হিলারি ক্লিনটন। এর ফলে দেশটির ইতিহাসে প্রথম নারী হিসেবে কোন বড় দলের প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হলেন তিনি।

বুধবার বিবিসি এক খবরে জানিয়েছে, ফিলাডেলফিয়ায় ডেমোক্র্যাটিক পার্টির জাতীয় সম্মেলনে দলীয় প্রতিনিধিরা আনুষ্ঠানিকভাবে সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী এবং সিনেটরকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে মনোনয়ন দেন।

এক টুইট বার্তায় হিলারির স্বামী ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন হিলারিকে শুভেচ্ছা জানিয়ে বলেন, ‘তোমার জন্য খুবই গর্বিত।’

প্রতিনিধিদের রোল কল ভোট শেষে দলীয় ঐক্যের প্রতীক হিসেবে হিলারি ক্লিনটনের সাবেক প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্স মাইক্রোফোন হাতে নিয়ে ক্লিনটনকে আনুষ্ঠানিক মনোনয়ন দেওয়ার আহ্বান জানান।

এর আগে সম্মেলনের প্রথম দিনে স্যান্ডার্সের সমর্থকরা হিলারি ক্লিনটনের মনোনয়নের বিরুদ্ধে দুয়োধ্বনি দিয়ে সম্মেলনে বিঘ্ন ঘটায়। এই কনভেনশনে হিলারি ক্লিনটনের প্রার্থিতা নিয়ে ডেমোক্রেটিক পার্টিতে স্পষ্ট বিভক্তি ফুটে উঠতে দেখা গেছে।

সোনালীনিউজ/ঢাকা/এএম

Wordbridge School
Link copied!