• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইতিহাস রচনা করলেন জাপানের কাওরি


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০১৬, ১২:২৩ পিএম
ইতিহাস রচনা করলেন জাপানের কাওরি

রিও অলিম্পিকে মেয়েদের ৫৮ কেজি ওজনশ্রেণীর ফ্রিস্টাইল কুস্তিতে স্বর্ণ জিতে ইতিহাস রচনা করলেন জাপানের কাওরি ইচো। রাশিয়ার ভ্যালেরিয়া কোবলোভাকে ৩-২ ব্যবধানে হারিয়ে সেরা হন তিনি। এ নিয়ে টানা চার অলিম্পিকে প্রথম কোনো নারী হিসেবে ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণ জিতে অনন্য এক উচ্চতা চলে গেলেন কাওরি।

এর আগে ২০০৪ এথেন্স, ২০০৮ বেইজিং ও ২০১২ লন্ডন অলিম্পিকে স্বর্ণ ঘরে তুলেছিলেন ১০বারের বিশ্ব চ্যাম্পিয়ন কাওরি।

এদিকে আজারবাইজানের মারিয়া স্তাদনিককে শেষ মুহূর্তে হারিয়ে ৪৮ কেজি ফ্রিস্টাইলের স্বর্ণ জিতেছেন জাপানের ইরি তোসাকা। আর ৬৯ কেজি ফ্রিস্টাইলের ফাইনালে জিতে রেসলিং থেকে জাপানকে তৃতীয় স্বর্ণ এনে দিয়েছেন সারা দোশো।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!