• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইত্তেফাক সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে রাবির মামলা


রাজশাহী প্রতিনিধি মার্চ ১৫, ২০১৭, ১০:০৯ পিএম
ইত্তেফাক সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে রাবির মামলা

রাজশাহী: দৈনিক ইত্তেফাক পত্রিকার সম্পাদকসহ চার সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।

বুধবার (১৫ মার্চ) দুপুরে রাজশাহী মহানগরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে রাবি প্রশাসনের পক্ষে মামলাটি করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক মুহাম্মদ এন্তাজুল হক।

মামলার আসামিরা হলেন- দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন, প্রকাশক তারিন হোসেন, মুদ্রণকারী মুহিবুল আহসান এবং রাজশাহীর স্টাফ রিপোর্টার আনিসুজ্জামান।

চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জুলফিকার উল্লাহ মামলাটি আমলে নিয়ে নগরীর মতিহার থানার পরিদর্শকে (তদন্ত) তদন্তের নির্দেশ দেন।

এ বিষয়ে মতিহার থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মাহবুল আলম বলেন, মামলাটির নথিপত্র সন্ধ্যা পর্যন্ত হাতে পাইনি। নথিপত্র পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আদালত সূত্রে জানা যায়, গত ৬ মার্চ পত্রিকাটিতে ‘রাবিতে টেন্ডার ছাড়াই বড় অংকের কেনাকাটা!’ শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় প্রশাসন মানহানির মামলাটি করেছে।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Wordbridge School
Link copied!