• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইথিওপিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, নিহত ৪ শতাধিক


আন্তর্জাতিক ডেস্ক জুন ১৬, ২০১৬, ০২:৩৩ পিএম
ইথিওপিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, নিহত ৪ শতাধিক

ইথিওপিয়ায় গত নভেম্বর মাস থেকে সরকার বিরোধী বিক্ষোভে ব্যাপক দমনপীড়ণের ঘটনায় চার শতাধিক লোক নিহত হয়েছে। তবে সরকার তাৎক্ষণিকভাবে এ দাবি প্রত্যাখান করেছে।
বৃহস্পতিবার মানবাধিকার বিষয়ক পর্যবেক্ষণ সংস্থা (এইচআরডব্লিউ) একথা জানায়।
যুক্তরাষ্ট্র ভিত্তিক এইচআরডব্লিউ’র প্রতিবেদনে বলা হয়, ‘২০১৫ সালের নভেম্বর মাস থেকে অরোমিয়া অঞ্চলে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। নিরাপত্তা বাহিনীর সদস্যরা এ অঞ্চল থেকে হাজার হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করে।
প্রত্যন্ত এলাকার কৃষিজমিতে রাজধানী সম্প্রসারণের পরিকল্পনা হাতে নেয়ায় এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে।
১শ’ ২৫ বিক্ষোভকারী এবং সহিংসতায় গ্রেফতার হওয়া ব্যক্তিদের সঙ্গে কথা বলে ‘নিষ্ঠুর দমনপীড়ণ’ শীর্ষক এ প্রতিবেদন তৈরি করা হয়।
প্রতিবেদনে বলা হয়, সরকার এ বিক্ষোভ দমনে অতিরিক্ত শক্তি প্রয়োগ করে।
রাজধানী আদ্দিস আবাবার সীমানা অরোমিয়া অঞ্চল পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা সরকার হাতে নেয়ায় সেখানে এ বিক্ষোভ ছড়িয়ে পড়ে। গত ১২ জানুয়ারি প্রকল্পটি স্থগিত করা হলেও কয়েক সপ্তাহ ধরে সেখানে বিক্ষোভ অব্যাহত রয়েছে।
এদিকে সরকারি মুখপাত্র গেটাচিউ রেদা প্রতিবেদনটি প্রত্যাখান করে বলেছে, এইচআরডব্লিউ খুবই সাদামাটাভাবে তাদের এ প্রতিবেদন তৈরি করেছে এবং নিহতের সংখ্যা বাড়িয়ে বলা হয়েছে। এতে নিরাপত্তা বাহিনীর ওপর হামলার বিষয়টি পুরোপুরি এড়িয়ে যাওয়া হয়েছে।
তবে তিনি বলেন, সরকার নিহত লোকজনের ব্যাপারে দু:খ প্রকাশ করেছে।
রেদা জানান, বেসরকারি সংস্থা ইথিওপিয়া মানবাধিকার পরিষদ সেখানে বিক্ষোভে ১শ’ ৩ জন নিহত হওয়ার কথা জানায়।

সোনালীনিউজ/এইচএআর

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!