• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইনস্টাগ্রাম বন্ধুদের বাংলাদেশ দেখালেন স্মিথ


ক্রীড়া ডেস্ক আগস্ট ২০, ২০১৭, ০৫:৫১ পিএম
ইনস্টাগ্রাম বন্ধুদের বাংলাদেশ দেখালেন স্মিথ

ঢাকা: এক দশকেরও বেশি সময় পর দুই টেস্টের সিরিজ খেলতে এখন বাংলাদেশে অস্ট্রেলিয়ার জাতীয় ক্রিকেট দল। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই  রোমাঞ্চিত হয়েছিলেন অসি অধিনায়ক স্টিভ স্মিথ। এবার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি ভিডিওটি আপলোড করে বন্ধুদের বাংলাদেশ দর্শনের সুযোগ করে দিলেন এই অস্ট্রেলিয়ান।

ঢাকায় এসে রাজধানীর ঢাকা র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে উঠেছে অস্ট্রেলিয়ার দল। টাইগারদের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ বাতিল হওয়ায় হোটেলে বসেই সময় কাটছে  স্মিথ, ওয়ার্নারদের। কখনও কখনও হোটেলের ছাদেও আড্ডা দিচ্ছেন অসিরা। রোববার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে মিলেছে তার প্রমাণ। হোটেলের পাশেই রয়েছে রেলপথ। ছাদ থেকে বাংলাদেশের ট্রেন যাত্রার ক্যামেরাবন্দী করেছেন স্মিথ। ইনস্টাগ্রাম প্রোফাইলে সেই ভিডিওটি আপলোডও করেছেন। সেই ভিডিওতে দেখা গেছে, একটি ট্রেন ছেড়ে যাচ্ছে। ছাদেও অনেক মানুষ।

ইনস্টাগ্রামে ভিডিওটি আপলোড করে স্টিভ স্মিথ মজা করে লিখেছেন, 'কী আর করা যখন ট্রেনের সব বগিই ভর্তি! তোমাদের দেখছি, বাংলাদেশ।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!