• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইন্টারভিউতে যে ভুলগুলো কখনো করবেন না


লাইফস্টাইল ডেস্ক আগস্ট ১৬, ২০১৬, ০৬:১৪ পিএম
ইন্টারভিউতে যে ভুলগুলো  কখনো করবেন না

ইন্টারভিউ রুমে ঢুকলেন... এবারই আপনার আসল পরীক্ষা। চাকরিটা আপনার খুব দরকার। কিন্তু কম্পিটিশন অনেক। তাহলে উপায়! ইন্টারভিউ দিতে যাওয়ার আগে জেনে নিন কোন কোন জিনিসগুলো একদম করবেন না। এই ভুলগুলো করলে ভাল যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি ‘না’ হয়ে যেতে পারে।

১) ইন্টারভিউ বোর্ডের কেউ যদি প্রথমেই আপনার পরিচয় জানতে চায় বা আপনার নাম জানতে চায় তাহলে কখনোই ভূলেও শুরুতেই বলবেন না, ‘আমার নাম হল...’ শুরুতেই নামটা বলে দিন।

২) একই কথা বারবার বলবেন না। একই কথা বারবার বললে ধারণা করা যায় যে আপনার চিন্তাশক্তি বড্ড একঘেঁয়ে ও গতানুগতিক। প্রশ্নটা খুব একই রকম হলেও বিভিন্নভাবে উত্তর দিন।

৩) খুব তাড়াতাড়ি কথা বলে ফেলবেন না। টেনশনে এমন হয় ঠিকই, কিন্তু এই ছোট্ট ভুলটা আপনার চাকরিটা ‘না’ করে ফেলতে পারে। তাই বলে আবার এমন ধীরে বলবেন না যাতে প্রশ্নকর্তা বিরক্ত হয়।

৪) শুদ্ধ ভাষায় কথা বলবেন না। চেষ্টা করুন যতটা সম্ভব সহজ ভাষায় কথা বলার। তাই বলে একেবারে রকের ভাষা ব্যবহার নয়।

৫) কথা বলতে বলতে ah.....ah....ah..... বা mm....mm.....mm....... জাতীয় শব্দ করবেন না। এতে আপনার আত্মবিশ্বাসের অভাব চোখে পড়ে।

৬) কখনোই নেগেটিভ হয়ে পড়বেন না। সব সময় পজেটিভ কথা বলুন। বডি ল্যাঙ্গুয়েজেও যেন কখনো অলসভাব না থাকে। সূত্র: জিনিউজ

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!