• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় চোলাই মদ খেয়ে মৃত্যু ১২


আন্তর্জাতিক ডেস্ক মে ১৭, ২০১৬, ০৬:১০ পিএম
ইন্দোনেশিয়ায় চোলাই মদ খেয়ে মৃত্যু ১২

ইন্দোনেশিয়ায় ভেজাল বিষাক্ত মদ পান করে ১২ জনের মৃত্যু হয়েছে। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশটিতে ঘরে তৈরী মদ পান করে এটি ছিল সর্বশেষ মৃত্যুর ঘটনা। মঙ্গলবার পুলিশ একথা জানায়।

স্থানীয় পুলিশ মুখপাত্র অ্যানি পুদজিয়াসতুতি জানান, ইন্দোনেশিয়ার এসব নাগরিক সম্প্রতি দেশের প্রধান জাভা দ্বীপের বানতুল এলাকায় মারা যায়।
তিনি জানান, মদ পান করার পর অপর চারজন হাসপাতালে ভর্তি রয়েছে।

মদ বিক্রি করা সন্দেহভাজন এক ব্যক্তিকে জাভার মধ্যাঞ্চলের বানতুল থেকে গ্রেফতার এবং ৮১ বোতল মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

পুদজিয়াসতুতি বলেন, এ মৃত্যুর ঘটনায় সন্দেহভাজন ওই ব্যক্তিকে অভিযুক্ত করা হতে পারে এবং এতে দোষী প্রমাণিত হলে তার ১৫ থেকে ২০ বছর সাজা হতে পারে।
পুলিশ জানায়, তারা এ ভেজাল বিষাক্ত মদের ব্যাপারে তদন্ত চলছে।

সাম্প্রতিক বছর গুলোতে ভেজালবিষাক্ত মদ পান করে দেশটিতে অনেক লোকের মৃত্যু ঘটে। গত ফেব্রুয়ারি মাসে স্থানীয়ভাবে তৈরী মদ পান করে স্লিমান এলাকায় ২৬ জনের মৃত্যু হয়।

উল্লেখ্য, ইন্দোনেশিয়া বিশ্বের বৃহত্তম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হলেও দেশের বিভিন্ন বড় নগরীতে খুব সহজেই মদ পাওয়া যায়।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!