• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় সমকামী যুগলকে প্রকাশ্যে ‘দোররা’


আন্তর্জাতিক ডেস্ক মে ২৩, ২০১৭, ০৩:৩৯ পিএম
ইন্দোনেশিয়ায়  সমকামী যুগলকে প্রকাশ্যে ‘দোররা’

ঢাকা: সমকামীতার অপরাধে মুসলিম প্রধান দেশ ইন্দোনেশিয়ায় দুই তরুণকে প্রকাশ্যে ৮৫টি দোররা (বেত্রাঘাত) করেছেন স্থানীয় ধর্মীয় নেতারা। দেশটির আচেহ প্রদেশের প্রাদেশিক রাজধানীর একটি মসজিদের আঙ্গিনায় মঞ্চ তৈরি করে সাবাইকে জানিয়ে তাদের এই সাজা দেয়া হয়। আয়োজকরা বলেছেন এরকম সাজা দিলে সবাই ভয় পাবে, আর কেউ এই অপরাধ (সমকামিতা) করতে সাহস পাবে না।

গত মার্চ মাসের এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তা সংবাদমাধ্যমের নজর কাড়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, মার্চে ২০ ও ২৩ বছর বয়সি দুই তরুণ তাদের বাড়িতে যৌনকর্মে লিপ্ত হলে তা বাড়ির তত্ত্বাবধায়ক দেখে ফেলেন। এর পর সবাই জানা জানি হলে স্থানীয় ধর্মীয় নেতারা ৮৫টি বেত্রাঘাতের রায় দেন।

ইন্দোনেশিয়ার আইনে সমকামীতা অবৈধ নয়। তবে আচেহ প্রদেশে ইসালামী আইনেই প্রদেশ পরিচালনা করা হয়। 

প্রাদেশিক রাজধানী বানাদা আচেহের কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে এই সাজাটি যখন দেয়া হচ্ছিলো তখন হাজার হাজার মানুষ সাজা দেখতে ভিড় করেন। সূত্র: বিবিসি।

সোনালীনিউজ/ঢাকা/এআই

Wordbridge School
Link copied!