• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইবিতে পরীক্ষা দিতে এসে এএসআই আটক!


ইবি প্রতিনিধি ডিসেম্বর ৫, ২০১৭, ০৮:২০ পিএম
ইবিতে পরীক্ষা দিতে এসে এএসআই আটক!

ইবি: কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভর্তি পরীক্ষা দিতে এসে অনিয়মের দায়ে নূর মোহাম্মদ নামে পুলিশের এক এএসআইকে আটক করা হয়েছে। পরে ওই পুলিশ সদস্যকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। নূর মোহাম্মদ ইবি থানাধীন আবদালপুর পুলিশ ফাঁড়িতে এএসআই দায়িত্বরত ছিলেন।

ক্যাম্পাস সূত্রে জানা যায়, ইবি ‘সি’ ইউনিটের পরীক্ষা চলাকালে ব্যবসায় প্রশাসন অনুষদ কেন্দ্রে পরীক্ষা দিতে আসে পুলিশের এএসআই নূর মোহাম্মদ। তার চেহারায় বয়সের ছাপ দেখতে পেয়ে সন্দেহ হয় ব্যবসায় প্রশাসন কেন্দ্রে আইন শৃঙ্খলার দায়িত্বে নিয়জিত সহকারী প্রক্টর এম এম নাসিমুজ্জামানের।

সহকারী অধ্যাপক এম এম নাসিমুজ্জামান বলেন, ‘আমার সন্দেহ হলে আমি তার কাগজ পত্র দেখতে চাই। কাগজ পত্র দেখে আমার সন্দেহ আরো বেশি হয়। পরে বিষয়টি প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমানকে জানাই।’

বিষয়টি ইবি থানায় জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে কাছে হস্তান্তর করা হয়। ভ্রাম্যমাণ আদালত পাবলিক পরীক্ষা সংক্রান্ত প্রচলিত আইনে তার কোনো অপরাধ না পাওয়ায় পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।

আটক এএসআইয়ের ভাষ্য মতে, তিনি ২০০৫ সালে পুলিশ বাহিনীতে যোগদান করে। তার প্রদর্শীত কাগজপত্রে দেখা যায়, তিনি ২০১৩ সালে কারিগরি বোর্ড থেকে এসএসসি এবং ২০১৫-১৬ সেশনে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়।

ইবি প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান বলেন, ‘দায়িত্বরত সহকারী প্রক্টর নাসিমুজ্জামান বিষয়টি প্রক্টরিয়াল বডিকে জানালে প্রক্টরিয়াল বডি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক পুলিশ সদস্যকে পুলিশের উধ্বর্তন কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেছে।’

ইবি থানার ওসি রতন শেখ বলেন, ‘কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইবি থানার আব্দালপুর ফাঁড়িরি এএসআই নূর মোহাম্মদ ওই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দিতে আসে। এসময় ইবি প্রশাসনের মাধ্যমে বিষয়টি পুলিশ কর্তৃপক্ষের দৃষ্টিগোচর হলে তার বিরুদ্ধে প্রাথমিক ব্যবস্থা নেয়া হয়েছে। কর্তৃপক্ষ নূর মোহাম্মদকে আব্দালপুর পুলিশ ফাঁড়ি থেকে কুষ্টিয়া পুলিশ লাইনে ক্লোজড করেছে।’

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!