• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইবির ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত স্থগিত


আদালত প্রতিবেদক মার্চ ১৩, ২০১৭, ০৪:১৩ পিএম
ইবির ভর্তি পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত স্থগিত

ঢাকা: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) এফ ইউনিটের ভর্তি পরীক্ষা বাতিলে সিন্ডিকেটের সিদ্ধান্ত দুই মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। সোমবার (১৩ মার্চ) ওই ইউনিটে ভর্তি হওয়া ৮৮ জন শিক্ষার্থীর করা আবেদনের প্রেক্ষিতে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে আবেদনকারীদের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।

পরে তিনি সাংবাদিকদের বলেন, ইবির ‘চ’ ইউনিট (গণিত ও পরিসংখ্যান) এর ভর্তি পরীক্ষা গত ৭ ডিসেম্বর অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ উঠলে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তা বাতিল করে নতুন করে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গ্রহণ করে। তবে বাতিলের সিদ্ধান্তের আগেই ওই দুটি বিভাগে ১০০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, ভর্তি পরীক্ষা বাতিল হওয়ায় ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীরা হাইকোর্টে রিট করেন। আদালত সেসব শিক্ষার্থীদের আগামী ১৬ মার্চ অনুষ্ঠিতব্য নতুন ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে বলেছে। তাছাড়া ভর্তিকৃত শিক্ষার্থীদের অবস্থান কি হবে, তা চূড়ান্ত আদেশে জানা যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!