• ঢাকা
  • বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

ইবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২১ জন


ইবি প্রতিনিধি অক্টোবর ১৩, ২০১৮, ০৬:৩৮ পিএম
ইবির ভর্তি পরীক্ষায় প্রতি আসনে লড়বে ২১ জন

ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষে অনার্স প্রথমবর্ষ ভর্তি পরীক্ষায় আবেদন করেছে ৪৮ হাজার ৭১৯ জন ভর্তিচ্ছু। তথ্য নিশ্চিত করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ। বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য মতে এ বছর ২ হাজার ২৭৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে। সে হিসাবে প্রতি আসনে লড়বে ২১ জন ভর্তিচ্ছু।

বিজ্ঞপ্তির তথ্য মতে, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৪ থেকে ৭ নভেম্বর। এতে বিশ্ববিদ্যালয়ের ৩৩টি বিভাগকে চারটি ইউনিটে ভাগ করে ভর্তি পরীক্ষা নেওয়া হবে। এমসিকিউ পদ্ধতির পাশাপাশি লিখিত পরীক্ষাও নেওয়া হবে এবার। ভর্তিচ্ছুকদের ৬০ নম্বরের এমসিকিউ এবং ২০ নম্বরের লিখিত পরীক্ষায় দিতে হবে।

কম্পিউটার সেন্টারের তথ্য মতে, এ বছর ‘এ’ ইউনিটে আবেদন পড়েছে ১ হাজার ৯৯৬টি, ‘বি’ ইউনিটে ২১ হাজার ২০৮টি, ‘সি’ ইউনিটে ৭ হাজার ১৪৭টি এবং ‘ডি’ ইউনিটে আবেদন পড়েছে ১৮ হাজার ৩৬৮টি।

উল্লেখ্য, গত বছর একই আসনের বিপরিদে আবেদন পড়েছিল ৮৭ হাজার ৩৮৮টি। এবার গুচ্ছ পদ্ধতিতে পরীক্ষা গ্রহণের সিদ্ধান্তে আবেদনের সংখ্যা কমেছে। এতে একই প্রার্থীকে বিভিন্ন ইউনিটে আবেদন করতে হয়নি। ফলে পরীক্ষা গ্রহণেও ঝামেলা কমবে একই সঙ্গে পরীক্ষার্থীদের সুবিধা হবে।

ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট ( iu.ac.bd ) থেকে জানা যাবে।

সোনালীনিউজ/ঢাকা/এইচএআর

Wordbridge School
Link copied!