• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ইভিএম ইস্যু সামনে আনা ‘দুরভিসন্ধিমূলক’


নিজস্ব প্রতিবেদক মে ১২, ২০১৭, ০৫:৪২ পিএম
ইভিএম ইস্যু সামনে আনা ‘দুরভিসন্ধিমূলক’

ঢাকা: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিতর্কিত ইলেক্ট্রনিক ভোটিং মেশিন-ইভিএম ইস্যুকে সামনে নিয়ে আসা ‘দুরভিসন্ধিমূলক’। শুক্রবার (১২ মে) সকালে নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

দুইদিন আগে প্রধানমন্ত্রীর একজন উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর তনয় বলেছেন, আগামী সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার করা হবে- এ কথা মনে করিয়ে দিয়ে রিজভী বলেন,  নির্বাচন কমিশনের বক্তব্য সরকারের ইচ্ছা পূরণেরই প্রতিফলন। আমরা মনে করি, ইভিএম বিষয়টি আবার সামনে নিয়ে আসা দুরভিসন্ধিমূলক।

তিনি বলেন, কয়েদিন আগে ভারতে কিভাবে ইভিএম পদ্ধতিতে ভোট কারসাজির ঘটনা ঘটেছে তা ছবিসহ প্রকাশ করেছে। জার্মান আদালত ২০০৯ সালে এক রায়ে বলেছে, ইভিএম সহজে টেম্পারিং করা সম্ভব, এতে ভোট পুণঃগণনার সুযোগ নেই। তাই জার্মান আদালত ওই মেশিনের ব্যবহার নিষিদ্ধ করেছে।

সংবাদ সম্মেলনে দলের ভাইস চেয়ারম্যান অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কেন্দ্রীয় নেতা আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, বাবুল আহমেদ, মুনির হোসেন, জাহেদুল কবির জাহিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Wordbridge School
Link copied!