• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা


ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৪, ২০১৭, ০৬:৩২ পিএম
ইমরান খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ঢাকা: বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের অধিনায়ক ও তেহরিক-ই-ইনসাফ পার্টির চেয়ারম্যান ইমরান খানের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। আদালতের নির্দেশ অমান্য করার অভিযোগে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দেশটির নির্বাচন কমিশন এই পরোয়ানা জারি করেছে।

পাশাপাশি পাক নির্বাচন কমিশন ইমরানকে ১ মিলিয়ন ডলারের বন্ড জমা দেয়ার নির্দেশ দিয়েছে। পাশাপাশি ইমরানকে আগামী ২৫ সেপ্টেম্বর মধ্যে আদালতে হাজির থাকার নির্দেশ দেয়া হয়েছে। এতে ব্যর্থ হলে তাকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার করা হবে।

গ্রেপ্তারি পরোয়ানার প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ইমরানের ব্যক্তিগত সহকারী বাবর আওয়ান বলেছেন, তিনি আদলত এবং নির্বাচন কমিশনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল। এতদিন দেশের বাইরে ছিলেন। আজই দেশে ফিরেছেন। তিনি অবশ্যই নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী কাজ করবেন।

প্রসঙ্গত, গত মাসে আদালত ইমরান খানকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল। ওই নোটিশের জবাব দিতে ব্যর্থ হওয়ায় এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

সূত্র: দ্যা ডন

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!