• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ইমরান খানের শপথ অনুষ্ঠানে সিধু


ক্রীড়া ডেস্ক আগস্ট ১৮, ২০১৮, ০৫:৩৬ পিএম
ইমরান খানের শপথ অনুষ্ঠানে সিধু

ছবি: সংগৃহীত

ঢাকা: পাকিস্তানের নব নির্বাচিত প্রধানমন্ত্রী ইমরান খানের শপথ অনুষ্ঠানে যোগ দিলেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ভারতের নভোযাত সিং সিধু। শনিবার স্থানীয় সময় সকাল ১০টার পরে প্রেসিডেন্ট হাউস আইওয়ান-ই-সদরে সাবেক ক্রিকেট তারকাকে শপথবাক্য পাঠ করান প্রেসিডেন্ট মামনুন হুসাইন।  

অনুষ্ঠানে ভারতের সাবেক ক্রিকেটার নভজিৎ সিং সিধু, পাকিস্তানের সাবেক ক্রিকেটার রমিজ রাজা ও ওয়াসিম আকরাম উপস্থিত ছিলেন।

পাকিস্তানে সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে বেশি আসনে জয় লাভ করেন দেশটির বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। সিধু ছাড়া ভারতের সাবেক দুই অধিনায়ক সুনিল গাভাস্কার এবং কপিল দেবকেও শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছিলেন ইমরান খান।

কিন্তু পার্শ্ববর্তী দুই দেশের খারাপ সম্পর্কের কারণে শপথ অনুষ্ঠানে যোগ দিয়ে অপারগতা জানান সুনিল গাভাস্কার ও কপিল দেব। পক্ষান্তরে ইমরানের পক্ষে সব সময়ই উচ্চ কন্ঠ সিধু স্বরাস্ট্র মন্ত্রণালয় ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রীর কার্যালয়কে অবগত করে শপথ অনুষ্ঠানে যোগ দিতে পাকিস্তান যান।

সিধু একজন দৃঢ় চিত্তের অধিকারী হিসেবে পাকিস্তান নতুন প্রধানমন্ত্রীর প্রশংসা করেন এবং তিনি (ইমরান) দুই দেশের সম্পর্ক জোরদারে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!