• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইমরান প্রধানমন্ত্রী, পিসিবি’র চেয়ারম্যান হচ্ছেন আকরাম!


ক্রীড়া ডেস্ক জুলাই ২৭, ২০১৮, ০৯:২৩ পিএম
ইমরান প্রধানমন্ত্রী, পিসিবি’র চেয়ারম্যান হচ্ছেন আকরাম!

ঢাকা: দীর্ঘ ২২ বছর সংগ্রামের পর অবশেষে পাকিস্তানের মসনদে বসতে চলেছেন ক্রিকেটার থেকে রাজনীতিবিদ বনে যাওয়া ইমরান খান। বুধবার (২৬ জুলাই) দেশটির জাতীয় নির্বাচনের ফলাফল অনুযায়ী ইমরানই পাকিস্তানের পরবর্তী প্রধানমন্ত্রী। এটা যেমন ঠিক তেমনি পাকিস্তান ক্রিকেট বোর্ডেও(পিসিবি) লেগেছে পরিবর্তনের হাওয়া।

যা খবর, পিসিবি’র চেয়ারম্যান পদে বসতে যাচ্ছেন আরেক কিংবদন্তি পাক অলরাউন্ডার ওয়াসিম আকরাম। এই অলরাউন্ডারের পারিবারিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে স্পোর্টস মিরছি।

ওই সূত্র বলেছে, ‘হ্যাঁ, ওয়াসিম পিসিবি’র পরবর্তী চেয়ারম্যান হতে যাচ্ছেন। তিনি ইমরান খানের সঙ্গে ক্রিকেট খেলেছেন। এখন তার নেতৃত্বে দেশকে নতুন উচ্চতায় নিতে প্রস্তুত।’

ইমরান খানের নেতৃত্বে ৯২ বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান। অধিনায়কের সবচেয়ে বড় অস্ত্র ছিলেন তখনকার তরুণ বাঁ-হাতী পেসার ওয়াসিম আকরাম। তিনি নিজেও একজন কিংবদন্তি। আকরামের নেতৃত্বে পাকিস্তান ১৯৯৯ বিশ্বকাপে ফাইনালে খেলেছিল। যদিও দুর্দান্ত ফর্মে থাকা পাকিস্তান সেবার লর্ডসে অস্ট্রেলিয়ার কাছে অপ্রত্যাশিতভাবে হেরে যায়।

আকরাম দীর্ঘদিন পাকিস্তানকে নেতৃত্ব দিয়েছেন। ইমরানের সঙ্গে রয়েছে তাঁর সুসম্পর্ক। ওই সূত্র জানিয়েছে,‘ পাকিস্তান ক্রিকেটে ওয়াসিমের মতো একজনকে প্রয়োজন, যিনি দেশকে আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত করতে পারবেন। ইন্দো-পাক ক্রিকেটের নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে।’

টেস্ট ও ওয়ানডে মিলিয়ে পাকিস্তানের হয়ে ৯১৬ উইকেট নেয়া আকরামও ইমরান খানের সাফল্যে দারুণ খুশি। ইমরান খানকে অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘আপনার নেতৃত্বেই পাকিস্তান ১৯৯২ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। আপনার নেতৃত্বেই আমরা আবার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হতে পারব।’

সোনালীনিউজ/আরআইবি/এমএইচএম

Wordbridge School
Link copied!