• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইমরুল-সৌম্য আসছেন জানেন না মাশরাফি


ক্রীড়া প্রতিবেদক সেপ্টেম্বর ২২, ২০১৮, ১২:১৫ পিএম
ইমরুল-সৌম্য আসছেন জানেন না মাশরাফি

ফাইল ছবি

ঢাকা: বাংলাদেশ দলে ওপেনিং সমস্যা প্রকট আকার ধারণ করেছে। যাদের দিয়ে এই কাজটি চালানো হচ্ছে সেই লিটন দাস ও নাজমুল হোসেন শান্ত নিজেদের মেলেই ধরতে পারলেন না। আসলে এত বড় টুর্নামেন্টে অভিজ্ঞতার বড্ড প্রয়োজন।

সেই জায়গাতেই তামিম ইকবাল চোট পাওয়ায় ঘাটতিটা রয়ে গেছে। যেটা পূরণ করতে পারছেন না লিটন-শান্ত। পর পর দুই ম্যাচে তারা ১৫ রানের বেশি জুটি গড়তে পারেননি। এর প্রভাব পড়েছে দলের মাঝে। আফগানিস্তানের সঙ্গে হারের পর ভারতের বিপক্ষে একই পরিণতি মেনে নিতে হয়েছে।

বাংলাদেশ টিম ম্যানেজম্যান্ট লিটন-শান্তর ওপর আস্থা রেখেছিল। আপাতত টিম ম্যানেজম্যান্ট চরম হতাশ হয়ে ডেকে পাঠিয়েছেন দুই ওপেনার ইমরুল কায়েস ও সৌম্য সরকারকে। এরই মধ্যে দু’জন সংযুক্ত আরব আমিরাতে রওনা দেওয়ারও প্রস্তুতি নিয়ে ফেলেছেন।

টপ অর্ডার ম্যাচের পর ম্যাচ যেভাবে ভেঙে পড়ছে তাতে হতাশ হওয়ারই কথা অধিনায়কের। তিনি বলছেন,‘ ১০ ওভারের মধ্যে ২-৩টি উইকেট পড়ে গেলে তো সমস্যা। প্রথম ম্যাচে তো আমরা রিকভার করতে পেরেছিলাম। কারণ, একটা পার্টনারশীপ হয়েছিল। আজ তো সেটাই হলো না।’

ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে আর কেউই থিতু হতে পারছেন না। একেকবার একেকজনকে দিয়ে চেষ্টা করা হয়েছে। সমস্যাটা তাই পুরোনো। মাশরাফি বলেন,‘ সেই ওয়েস্ট ইন্ডিজ সফর থেকেই মিডল অর্ডারকে খেলা বানাতে হচ্ছে। আমি তখনও বলেছি, সবসময় তো আর মিডল অর্ডার পারবে না।’

ভারতের বিপক্ষে ৬৫ রানে পড়ে গিয়েছিল ৫ উইকেট। ১০১ রানে নেই ৭ উইকেট। মিডল অর্ডার তো শেষ। বাংলাদেশ যে ১৭৩ অবধি গিয়েছে সেটি লোয়ার মিডল অর্ডারের সৌজন্যে। মাশরাফি ও মিরাজ আসলে বাংলাদেশের মানটা বাঁচিয়েছেন।

টপ অর্ডার নিয়ে সমস্যা আছে। মাশরাফিও বিরক্ত। ওপেনিং টানা ব্যর্থতার জেরে দেশ থেকে উড়িয়ে আনা হচ্ছে ইমরুল-সৌম্যকে। ভারতের বিপক্ষে ম্যাচ চলাকালিনই বিসিবি আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। মাশরাফিকে এ ব্যাপারে কিছুই জানানো হয়নি। এতদিন ধরে যারা এখানে আছেন তারা পারছেন না, সৌম্য-ইমরুল এসে পারবেন? এ প্রশ্নে মাশরাফি বলে গেলেন,‘ ওরা যে আসছে, আমি সিওর না। আমি মাঠে ছিলাম। তাই পুরোপুরি ক্লিয়ার না। আমার সঙ্গে আলোচনা হয়নি।’

ইমরুল-সৌম্যও খারাপ খেলার কারণেই বাদ পড়েছিলেন। সেই প্রসঙ্গ মনে করিয়ে মাশরাফি বললেন,‘ ওরাও কিন্তু এমন পারফর্ম না করেই দল থেকে বের হয়েছে। আবার এসে এই ধরনের টুর্নামেন্টে এত চাপ নিয়ে...আমি জানি না ওরা টেকনিক্যালি কী কাজ করেছে। যে সমস্যার কারণে দলের বাইরে গিয়েছিল, সেগুলো ঠিক করে আসছে কিনা। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। বিশেষ করে আফগানিস্তানের ম্যাচ যদি চিন্তা করেন, আমার মনে হয় তাঁদের (সৌম্য ও ইমরুল) আরও কঠিন বোলার মোকাবিলা করতে হবে।’


সোনালীনিউজ/আরআইবি/আকন

Wordbridge School
Link copied!