• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

‘ইমামরা মসজিদে যা খুশি বলতে পারে না’


নিজস্ব প্রতিবেদক জুলাই ২২, ২০১৬, ০৮:২২ পিএম
‘ইমামরা মসজিদে যা খুশি বলতে পারে না’

খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, দেশের অনেক মসজিদের ইমামরা ইসলামী ফাউন্ডেশনের খুতবা প্রত্যাখ্যান করেছে। যারা এটি প্রত্যাখ্যান করেছে তাদের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নেওয়া হবে।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবে ইউনাইটেড ইসলামী পার্টি আয়োজিত ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ কোরআন ও হাদিসের আলোকে কি?’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এসময় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক প্রণীত জুমার খুতবা যারা অনুসরণ করে না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন তিনি।

তিনি আরো বলেন, আমরা সকল মসজিদ মনিটরিং করছি। ইমামরা মসজিদে যা খুশি তাই বলতে পারে না। যারা খুতবা প্রত্যাখ্যান করেছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!