• ঢাকা
  • মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ইমার্জি কাপে নাসির-মুমিনুল


ক্রীড়া প্রতিবেদক মার্চ ২১, ২০১৭, ০৯:৪৭ এএম
ইমার্জি কাপে নাসির-মুমিনুল

ঢাকা: এশিয়ার আট দলকে নিয়ে বাংলাদেশে শুরু হতে যাচ্ছে ইমার্জিং কাপ। ২৭ মার্চ কক্সবাজারে শুরু হবে এই টুর্নামেন্ট। বাংলাদেশ দল ঘোষণার পূর্বে জাতীয় দলের চারজন ক্রিকেটারের নাম চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরা হলেন নাসির হোসেন, মুমিনুল হক, আবুল হাসান ও মোহাম্মদ মিঠুন।

ইমার্জিং কাপে এশিয়ার চারটি টেস্ট খেলুড়ে দল বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অংশ নেবে। এই দলগুলো তাদের অনূর্ধ্ব-২৩ দলকে খেলাবে। তবে চারজন করে জাতীয় দলের খেলোয়াড় নিতে পারবে। টেস্ট খেলুড়ে দলগুলোর সঙ্গে লড়াই করবে আফগানিস্তান, হংকং, মালয়েশিয়া ও নেপাল। অবশ্য এই চারটি দল তাদের জাতীয় দলই খেলাতে পারবে।

কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়াম, চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী ও এম এ আজিজ স্টেডিয়ামে হবে সবগুলো ম্যাচ। ৩ এপ্রিল হবে ফাইনাল। একমাত্র এই ম্যাচটি হবে দিবারাত্রীর।

সোনালীনিউজ/ঢাকা/এমএইউ

Wordbridge School
Link copied!