• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইমার্জিং কাপে ভারত-পাকিস্তান লড়াই


ক্রীড়া প্রতিবেদক ফেব্রুয়ারি ১৭, ২০১৭, ০৬:৫৬ পিএম
ইমার্জিং কাপে ভারত-পাকিস্তান লড়াই

ঢাকা: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উত্তেজনা। তা যে খেলাতেই হোক না কেন। আর ব্যাট-বলের লড়াই হলে তো কথাই নেই, সেই উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে গোটা ক্রিকেট দুনিয়ায়। বিশ্বের কোটি কোটি ক্রিকেটভক্ত অধীর আগ্রহ নিয়ে অপেক্ষা করে সেই রোমাঞ্চকর উপাখ্যান দেখতে। তাদের জন্য সুখবর নিয়ে এসেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)।  আগামী মার্চে বাংলাদেশের মাটিতে মুখোমুখি হচ্ছে ক্রিকেটের এই দুই পরাশক্তি।

এসিসির সদস্য আটটি দল নিয়ে আগামী ১৫ মার্চ থেকে বাংলাদেশে শুরু হবে ইমার্জিং এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এ আসরে মুখোমুখি হবে বিশ্ব ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান।

রাজনৈতিক বিরোধে গেল কয়েক বছর ধরেই দ্বিপক্ষীয় সিরিজ খেলছে না ভারত ও পাকিস্তান ক্রিকেট দল। তবে দ্বিপক্ষীয় সিরিজ বাদে অন্য টুর্নামেন্টে ঠিকই দেখা হচ্ছে তাদের। ঠিক তেমনই অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপেও এবার দেখা হবে ভারত ও পাকিস্তানের। চট্টগ্রামের কক্সবাজার স্টেডিয়ামে ব্যাট-বলের লড়াই করবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।

এ টুর্নামেন্টে দলের অংশগ্রহণ নিশ্চিত করে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) পক্ষ থেকে বলা হয়েছে, ‘টুর্নামেন্টে দল পাঠাবে ভারত। কেননা, এটি এসিসির টুর্নামেন্ট। ভারত-পাকিস্তানের কোন দ্বিপক্ষীয় সিরিজ নয়। এটি ভিন্ন ধরনের লড়াই।’

ভারত, পাকিস্তান, শ্রীলংকা, নেপাল, আফগানিস্তান, সংযুক্ত আরব আমিরাত, হংকং ও স্বাগতিক বাংলাদেশকে নিয়ে নিয়ে এই প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে ইমার্জিং এশিয়া কাপ। অনূর্ধ্ব-২৩-এ টুর্নামেন্টে জাতীয় দলের সর্বোচ্চ চারজন খেলোয়াড় অংশ নিতে পারবেন।

সোনালীনিউজ/ঢাকা/জেডআই

Wordbridge School
Link copied!