• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইরান বানালে আমরাও বানাব: সৌদির যুবরাজ


আন্তর্জাতিক ডেস্ক মার্চ ১৬, ২০১৮, ০৭:১১ পিএম
ইরান বানালে আমরাও বানাব: সৌদির যুবরাজ

ফাইল ফটো

ঢাকা: সৌদি আরব পরমাণু বোমার পক্ষে নয়, তবে ইরান যদি পরমাণু বোমা বানায়, তাহলে তার জবাব দেবে সৌদি আরব। বৃহস্পতিবার (১৫ মার্চ) এক টিভি সাক্ষাৎকারে এমনই মন্তব্য করলেন রাজতান্ত্রিক সৌদি সৌদি আরবের ডেপুটি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান।

সাক্ষাৎকারে যুবরাজের দাবি, ইরান যদি পরমাণু বোমা তৈরি করে, তা হলে যত শিগগিরি সম্ভব আমরাও সে পথে হাঁটব।

বহুদিন ধরেই মধ্যপ্রাচ্য ও তার বাইরে প্রভাব বিস্তারকে কেন্দ্র করে সৌদি আরব আর ইরান একে অপরের বিরুদ্ধে শক্তি দেখিয়ে আসছে। তার মধ্যে সৌদি যুবরাজের এই মন্তব্য দুদেশের মধ্যে নতুন করে উত্তেজনা আরো বাড়াতে পারে বলে মনে করছে কূটনৈতিক মহল।

উল্ল্যেখ, পেট্রোলিয়ামের উপর নির্ভরতা কমাতে পরমাণু শক্তি উৎপাদনের পরিকল্পনা করেছে সৌদি আরব। এমনকি বিশ্বের বিভিন্ন শক্তিধর রাষ্ট্রের মধ্যে সৌদির পরমাণু চুল্লী তৈরির বরাত পাওয়া নিয়ে প্রতিযোগিতাও চলছে। এই তালিকায় রয়েছে চীন, রাশিয়া, আমেরিকা, দক্ষিণ কোরিয়ার মতো রাষ্ট্র। সূত্র: আনন্দ বাজার

সোনালীনিউজ/এমএইচএম

Wordbridge School
Link copied!