• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমেরিকায় বিক্ষোভ


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১৬, ২০১৭, ০৮:৪০ পিএম
ইসরাইলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আমেরিকায় বিক্ষোভ

ঢাকা: ইহুদি অধ্যুষিত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের বিরুদ্ধে আমেরিকায় বিক্ষোভ হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউজে নেতানিয়াহু সাক্ষাত করার পর রাজধানী ওয়াশিংটনে ডিসি ও বোস্টনে এ বিক্ষোভ হয়।

১৫ ফেব্রুয়ারি বিকেলে শত শত মানুষ হোয়াইট হাউজ ও ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেলের কাছে বিক্ষোভ করে। এর মধ্যে বহু অর্থডক্স ইহুদিও ছিলেন। 

এ সময় তারা অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণের বিরোধিতা করেন। এছাড়া, তেল আবিব থেকে মার্কিন দূতাবাস পূর্ব বায়তুল মুকাদ্দাস বা জেরুজালেম শহরে সরিয়ে নেয়ার বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প যে বক্তব্য দিয়ে আসছেন তারও প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। বহু বিক্ষোভকারী নেতানিয়াহুকে দেশে ফিরে যাওয়ার জন্য স্লোগান দেন।

ডেভিড ফ্রায়েডম্যানকে ইসরাইলে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্প যে পরিকল্পনা নিয়েছেন তার প্রতিবাদ করেন বিক্ষোভকারীরা। তারা বলেন, ফ্রায়েডম্যান হচ্ছেন একজন পক্ষপাতপূর্ণ ব্যক্তি। তাকে ইসরাইলের রাষ্ট্রদূত নিয়োগ দেয়া আমেরিকার স্বার্থের জন্য কল্যাণকর হবে না।

ট্রাম্প দায়িত্ব নেয়ার পরই মার্কিন দূতাবাস তেল আবিব থেকে সরিয়ে জেরুজালেম শহরে স্থানান্তরের ঘোষণা দিয়েছে।

সোনালীনিউজ/আতা

Wordbridge School

আন্তর্জাতিক বিভাগের আরো খবর

Link copied!