• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইসলাম সন্ত্রাসবাদের উৎস নয় : মার্কেল


আন্তর্জাতিক ডেস্ক ফেব্রুয়ারি ১৮, ২০১৭, ১০:০৩ পিএম
ইসলাম সন্ত্রাসবাদের উৎস নয় : মার্কেল

ঢাকা: জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মারকেল বলেছেন, ইসলাম সন্ত্রাসবাদের উৎস নয়। সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে মুসলিম অধ্যুষিত দেশগুলোর সঙ্গে সহযোগিতার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ। 

শনিবার (১৮ ফেব্রুয়ারি)জার্মানির মিউনিখে নিরাপত্তা সম্মেলনে তিনি ওই মন্তব্য করেছেন। সম্মেলনে মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রে সাত মুসলিম দেশের নাগরিকদের প্রবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাময়িক নিষেধাজ্ঞা আরোপের সমালোচনা করে আসছেন মেরকেল। 

মেরকেল বলেছেন, রাশিয়ার সঙ্গে ইউরোপের সম্পর্ক এখনো চ্যালেঞ্জের মুখে রয়েছে। কিন্তু ইরাকে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ও অন্যান্য জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে রাশিয়ার সঙ্গে কাজ করা গুরুত্বপূর্ণ। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), পশ্চিমা সামরিক জোট ন্যাটোসহ জাতিসংঘ ও অন্যান্য সংস্থার সুরক্ষা এবং বহুপাক্ষিক কাঠামো শক্তিশালী করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

জার্মান এ চ্যান্সেলর বলেন, একসঙ্গে কাজ করলে প্রত্যেকেই শক্তিশালী হয়। আমাদের দেখতে হবে যে, বহুজাতিক 
ফোরামের কাঠোমো অনেক ক্ষেত্রে যথেষ্ঠ দক্ষ নয়।

সোনালীনিউজ/আতা

Wordbridge School
Link copied!