• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের ১০% ক্যাশ ডিভিডেন্ড


নিউজ ডেস্ক মার্চ ৩১, ২০১৭, ১০:১৩ এএম
ইসলামী ব্যাংক শেয়ারহোল্ডারদের ১০% ক্যাশ ডিভিডেন্ড

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের বোর্ড অব ডাইরেক্টরস শেয়ারহোল্ডারদের জন্য ২০১৬ সালে ১০% ক্যাশ ডিভিডেন্ড সুপারিশ করেছে। ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভার অনুমোদন সাপেক্ষে এ ডিভিডেন্ড প্রদান করা হবে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ব্যাংকের চেয়ারম্যান আরাস্তু খানের সভাপতিত্বে ইসলামী ব্যাংক টাওয়ারের বোর্ড রুমে অনুষ্ঠিত বোর্ড অব ডাইরেক্টরসের সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় ব্যাংকের দেশি-বিদেশি ডাইরেক্টরবৃন্দ এবং ম্যানেজিং ডাইরেক্টর উপস্থিত ছিলেন।

সভায় ৩১ ডিসেম্বর ২০১৬-এ সমাপ্ত বছরের লাভ-লোকসান ও ব্যালেন্স শীট অনুমোদন করা হয়। আগামি ২৩ মে ২০১৭ তারিখে ব্যাংকের ৩৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত গৃহীত হয়। ব্যাংকের ডিভিডেন্ড-এর রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ এপ্রিল ২০১৭।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!