• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে সেপ্টেম্বরে


নিজস্ব প্রতিবেদক অক্টোবর ১, ২০১৬, ০৭:১০ পিএম
ইসলামী ব্যাংকের আমানত বেড়েছে সেপ্টেম্বরে

চলতি বছরের সেপ্টেম্বরের শেষে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের আমানত ৫ হাজার ৮ শত ২৭ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৬ হাজার ৭ শত ৩২ কোটিতে।

শনিবার মিতিঝিল দিলকুশায় ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় এ তথ্য প্রকাশ করা হয়।

আলোচিত সময়ে ইসলামী ব্যাংকে বিনিয়োগ ৬ হাজার একশ ৭২ কোটি টাকা বেড়ে ৬৯ হাজার চারশ ৩২ কোটি টাকায় দাঁড়িয়েছে। এ সময়ে ব্যাংকে বৈদেশিক বাণিজ্য হয়েছে ৬৪ হাজার তিনশ ৫৬ কোটি টাকার।

আগস্ট শেষে ব্যাংকটির আমানত ছিল ৬৪ হাজার ৮২৫ কোটি টাকা। বিনিয়োগের পরিমাণ ছিল ৫৬ হাজার ৯৮৭ কোটি টাকা।

ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও প্রধান নির্বাহী মোহাম্মদ আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মো. হাবিবুর রহমান ভূঁইয়া এফসিএ, মোহাম্মদ আবুল বাশার, মো. মাহবুব-উল-আলম, আব্দুস সাদেক ভূইয়াসহ ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।  

সোনালীনিউজ/ঢাকা/আকন

Wordbridge School
Link copied!