• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচী


নীলফামারী জেলা সংবাদদাতা জুলাই ২২, ২০১৬, ০৩:০৫ পিএম
ইসলামী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচী

ইসলামী ব্যাংক নীলফামারী শাখার উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। ‘অর্থ পুষ্টি স্বাস্থ্য চান, দেশী ফল বেশী খান’ এই শ্লোগানে শুক্রবার সদর উপজেলার চাদের হাট ডিগ্রী কলেজ চত্বরে ইসলামী ব্যাংক নীলফামারী শাখার পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের হাতে একটি করে ফলজ গাছের চারা তুলে দিয়ে বৃক্ষরোপন কর্মসূচী-২০১৬ উদ্বোধন করা হয়।

ইসলামী ব্যাংকের এভিপি ও নীলফামারী শাখার ব্যবস্থাপক মোস্তাকিমুর রহমানের সভাপতিত্বে চারা বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা কৃষি অফিসার কেরামত আলী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা নাসির উদ্দীন, চাদের হাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম, ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ফজলুর রহমান প্রমূখ।

পল্লী উন্নয়ন কর্মকর্তা  নাসির উদ্দীন জানান এবছর পল্লী উন্নয়ন প্রকল্পের সদস্যদের মাঝে ৭ হাজার ফলজ গাছের চারা বিতরণ করা হবে।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই

Wordbridge School
Link copied!